লালমনিরহাট প্রতিনিধি।। প্রেমের ফাঁদে ফেলে কলেজ ছাত্রীকে ভারতে পাচারের ৮ মাস পর উদ্ধার শিলিগুড়ি হতে উদ্ধার। ছাত্রীর বড় ভাই ভারতে গিয়ে দেন দরবার করে উদ্ধার করেছে। কিন্তু দেশে ফিরিয়ে আনতে না পেয়ে বোনের উদ্ধারে সহায়তা চাওয়া ভিডিওটি ভাই ভাইরাল করেছে। বর্তমানে ওই কলেজ ছাত্রী ভারতের শিলিগুড়ি জেলে।
প্রধানমন্ত্রীর সহায়তা চেয়েছে ডিপ্লমেটিক চ্যানেলে দ্রুত বোন কে দেশে ফিরিয়ে আনতে।
পাচার হয়ে যাওয়া ছাত্রীটি বড়ভাই দরিদ্র পানের দোকানদার কামরুজ্জামান লুলু জানান, গত ৪ ডিসেম্বর’২১ তার বোন কলেজে যাওয়ার পর নিখোঁজ হয়ে যায়। সেইদনি তাঁকে কোথাও খুঁজে না পেয়ে হাতীবান্ধা থানায় ৫ জন কে আসামী করে মামলা করি। এসআই সুকুমার তদন্তকর্মকর্তা নিযুক্ত হয়। তিনি পক্ষপাতমূলক আচরণ করায় বোনকে উদ্ধার করা সম্ভব হয়নি।
জানা গেছে, জেলার হাতীবান্ধা উপজেলার টংভাঙ্গা ইউপির গেন্দুকুড়ি গ্রামের ধনঞ্জয়ের ছেলে তিলকের সাথে কলেজ ছাত্রীটির প্রেমের সম্পর্ক গড়ে তুলে। তাঁকে ফুসলিয়ে ঢাকায় নিয়ে গিয়ে বিয়ে করে। পরে সুবিধামত সময়ে নীলফামারী জেলার ডিমলা সীমান্ত দিয়ে ভারতের শিলিগুড়িতে পাচার করা হয়। দেশে পুলিশের সহায়তা না পেয়ে বড়ভাই পাসপোর্ট ভিসা করে ভারতের শিলিগুড়িতে চলে যায়। সেখানে ভারতীয় পুলিশ গত ৫ আগষ্ট কলেজ ছাত্রীটিকে উদ্ধার করে। একই সাথে পাচারকারী তিলককেও উদ্ধার করে। নানা আইনি জটিলতার কারণে বোনকে দেশে ফিরিয়ে আনতে পারেনি। ভাই লুলু ৮ আগষ্ট দেশে ফিরে আসে। হাতীবান্ধা পুলিশের সহায়তা চায়। কোন উপায় অন্ত না পেয়ে বোনের সহায়তা চাওয়া ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে বড়ভাই নিজেই ভাইরাল করেছে। ভিডিওটি ভাইরালের পর সাংবাদিক ও পুলিশের উর্ধতন কর্মকর্তাগণ খোঁজ খবর নিয়েছে। কলেজ ছাত্রীটির বড়ভাই লুলু জানান, হাতীবান্ধা পুলিশ তাঁকে থানায় বৃহস্পতিবার ডেকে পাঠিয়ে ছিল। তার বোনের খোঁজ খবর জানতে চায়। তারা তাঁকে দেশে আনার আইনি পক্রিয়া খুবশ্রীঘ্র শুরু করবে বলে জানান।
এদিকে কলেজ ছাত্রীর বৃদ্ধা মা, ভাই বোন ও পরিবারের স্বজনরা পাচার হয়ে যাওয়া কলেজ ছাত্রীটি কে পিপ্লমেটিক চ্যানলে দ্রুত দেশে ফিরে আনতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছে।
উল্লেখ্য, জেলার হাতীবান্ধা মহিলা কলেজের জনৈকা শিক্ষার্থী মনিকে অপহরণের পর ভারতে পাচার করা হয়েছে। এমন একটি ভিডিও দৈনিক জনকন্ঠের সাংবাদিক জাহাঙ্গীর আলম শাহীনের ফেসবুক এ্যাকাউন্টে ট্যাক করা হয়। ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। বিষয়টি পুলিশ, গোয়েন্দা সংস্থা সহ সকলকে অবগত করা হয়। ফলে তাঁকে শিলিগুড়ি পুলিশ উদ্ধারের ঘটনাটি বেড়িয়ে আসে।
আর//দৈনিক দেশতথ্য//১২ আগষ্ট-২০২২

Discussion about this post