ঝিনাইদহ প্রতিনিধি:
ঝিনাইদহ জেলা বিএনপি’র সাবেক সভাপতি, কেন্দ্রীয় বিএনপি’র সাবেক সাংগঠনিক সম্পাদক ও বীর মুক্তিযোদ্ধা মসিউর রহমানের স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।
ঝিনাইদহ জেলা বাস, মিনিবাস,কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের উদ্যোগে রোববার সন্ধ্যায় ইউনিয়ন কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
জেলা শ্রমিক দলের সভাপতি আবু বক্করের সভাপতিত্বে স্মরনসভায় বক্তব্য রাখেন, জেলা শ্রমিক দলের সাধারন সম্পাদক টোকন জোয়াদ্দার, শ্রমিক ইউনিয়নের কার্যকারী সভাপতি আবু সাইদ, সাবেক সভাপতি আবু রেজা, দপ্তর সম্পাদক চুন্নু মিয়া, শ্রমিক নেতা জাহাঙ্গীর হোসেন। স্মরণসভা থেকে প্রয়াত মসিউর রহমানে মাগফিরাত কামনা করা হয়। সেই সাথে তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়।
দৈনিক দেশতথ্য//এসএইচ//