সেলিম আহমদ, আল-হেলাল,সুনামগঞ্জ :
সুনামগঞ্জ জেলা কারাগারে দীর্ঘদিন ধরে মশার উপদ্রুবে সাধারন কয়েদী ও হাজতীরা দূর্ভোগ পোহাচ্ছিলেন। কয়েদীদের এ সমস্যার স্থায়ী সমাধানের লক্ষ্যে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট এর আহবাণে সাড়া দিয়ে মশার স্প্রে এর ফগার মেশিন ক্রয়ের জন্য ৮০ হাজার টাকা অনুদান প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার (২২ জুন) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে ফগার মেশিন ক্রয়ের জন্য ৮০ হাজার টাকার চেক প্রদান করেছেন সুনামগঞ্জ ১ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী জেলা শ্রমিক লীগের সভাপতি মো. সেলিম আহমদ।
এ সময় সুনামগঞ্জ জেলা প্রশাসক দিদারে আলম মো.মাকসুদ চৌধুরী, জেল সুপার মোহাম্মদ শফিউল আলম,জেলার মো.শরীফুল আলম,জেলা আওয়ামীলীগ নেতা এডভোকেট হায়দার চৌধুরী লিটন ও সিরাজুর রহমান সিরাজ প্রমুখ উপস্থিত ছিলেন।
বিষয়টি নিশ্চিত করে সুনামগঞ্জ কারাগারের জেলার মো.শরীফুল আলম বলেন, মশার স্প্রে এর ফগার মেশিন ক্রয়ের জন্য পাওয়া অনুদান বন্দীদের দূর্ভোগ লাঘবে সহায়ক হবে। এজন্য আওয়ামী লীগ নেতা সেলিম আহমদ এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।
দৈনিক দেশতথ্য// এইচ//

Discussion about this post