Print Date & Time : 17 July 2025 Thursday 8:42 am

ফটিকছড়ির মেয়র আওয়ামী লীগের ইসমাইল

চট্টগ্রামের ফটিকছড়ি পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী ইসমাইল হোসেন জয় পেয়েছেন। তিনি ১১ হাজার ৮১৫ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোবাইল প্রতীকের মিনহাজুল ইসলাম জসীম পেয়েছেন ৬ হাজার ৬৭৯ ভোট।

বুধবার (২ নভেম্বর) অনুষ্ঠিত হওয়া ফটিকছড়ি পৌরসভা নির্বাচনে কোথাও কোনো ধরনের বিশৃঙ্খলার খবর পাওয়া যায়নি।

এছাড়া ১ নম্বর ওয়ার্ডে সাংবাদিক রফিকুল আলম, ২ নম্বর ওয়ার্ডে আলাউদ্দিন আল রাকিব, ৩ নম্বর ওয়ার্ডে হেলাল উদ্দিন, ৪ নম্বর ওয়ার্ডে আব্দুল্লাহ চৌধুরী, ৫ নম্বর ওয়ার্ডে জহির উদ্দিন বাবর, ৬ নম্বর ওয়ার্ডে জসিম উদ্দিন, ৭ নম্বর ওয়ার্ডে মৌলানা এহসানুল করিম, ৮ নম্বর ওয়ার্ডে গোলাপ মওলা গোলাপ এবং ৯ নম্বর ওয়ার্ডে আবুল হাশেম কাউন্সিলর নির্বাচিত হয়েছেন।

সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে নির্বাচিত হয়েছেন সেলিনা বেগম, ফিরোজা বেগম এবং রোকেয়া বেগম।

জা// দৈনিক দেশতথ্য// 3 নভেম্বর, ২০২২//