Print Date & Time : 13 September 2025 Saturday 12:55 am

ফতেপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.শাহ আলম

হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধিঃ
হাটহাজারী উপজেলার ফতেপুর ইউনিয়নের ফতেপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের দায়িত্বভার গ্রহন করেছেন মো.শাহ আলম।

রবিবার (০৯ জুলাই) দুপুরের দিকে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বাবু রণজিত কুমার দাশ নব নিযুক্ত প্রধান শিক্ষক মো.শাহ আলমকে দায়িত্বভার অর্পণ করেন।

এ উপলক্ষে প্রধান শিক্ষকের রুমে দায়িত্বভার গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি এডভোকেট মোহাম্মদ শামীম, পরিচালনা কমিটির সদস্য মো. বজল হক, মো. আইয়ুব, মো.ফারুক। এতে উক্ত প্রতিষ্ঠানের শিক্ষক প্রতিনিধি সদস্য মো. জানে আলম, ঝর্না রানী সেন, মো. হাবিবসহ শিক্ষক-শিক্ষিকাবৃন্দ ও অভিভাবক, প্রমুখ উপস্থিত ছিলেন।

সরকারি বিধিমোতাবেক নিয়মনীতি অনুসরণ করে গত মে মাসের ২৭ তারিখ শনিবার সকাল ১০ টায় ফতেপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ে উক্ত প্রধান শিক্ষক পদের নিয়োগ পরীক্ষার কার্যক্রম পরিচালনা করা হয়। পরীক্ষায় সর্বোচ্চ নম্বর পেয়ে উর্ত্তীণ হয়েছেন মো.শাহ আলম। তিনি গত ২০০৬ সালের জুন মাসের ৪ তারিখ ফটিকছড়ির নুর আহম্মদ ইঞ্জিনিয়ার মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক পদে যোগদানের মধ্য দিয়ে কর্মজীবন শুরু করেন।

ফতেপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ে সদ্য যোগদান করা প্রধান শিক্ষক মো.শাহ আলম বলেন, “এ প্রতিষ্ঠানের লেখা-পড়ার মান উন্নয়নে, স্কুলের উন্নয়নে রাষ্ট্রের সরকারি নিয়মনীতি অনুসরণ করে এই মহান দায়িত্ব ও কর্তব্য পালনে আমি সংশ্লিষ্ট সকলের আন্তরিক সহযোগিতা কামনা করছি।”

দৈনিক দেশতথ্য// এইচ//