গোফরান পলাশ, কলাপাড়া: ফাতেমা হাই মাধ্যমিক বিদ্যালয়ের পাঁচতলা ভবনের উদ্বোধন করা হয়েছে।
আজ বুধবার সকাল ১১টায় পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মোঃ মহিববুর রহমান মহিব প্রধান অতিথি হিসেবে উপজেলার লতাচাপলি ইউনিয়নের মিশ্রিপাড়া গ্রামে ফাতেমা হাই মাধ্যমিক বিদ্যালয়ের নতুন এ ভবনের উদ্বোধন করেন।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের মহাপরিচালক মোঃ মোস্তফা কামাল, মহিপুর থানার ওসি মোঃ ফেরদৌস আলম খান, বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম মোস্তফা প্রমূখ।
বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি মোসাম্মাৎ ফাতেমা হাই’র সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমপি মহিব বলেন, ‘বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে এ বিদ্যালয়টিকে আধুনিক প্রযুক্তি সুবিধা সম্বলিত শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলেছে সরকার। বিদ্যালয়ের মাঠ ভরাট ও মসজিদ সংস্কার কাজে আমার বিশেষ বরাদ্দ থেকে ৬ লাখ টাকা অনুদান দেবো, যাতে বিদ্যালয়ের পরিবেশ আরও সুন্দর হয়। ‘
পরে বিদ্যালয়ের পক্ষ থেকে এমপিকে সম্বর্ধনা দেয়া হয়। এর আগে বিদ্যালয় চত্বরে এসে পৌঁছলে এমপিকে ফুলেল শুভেচ্ছায় সিক্ত করেন বিদ্যালয়ের শিক্ষার্থীরা।
দৈনিক দেশতথ্য// এইচ//

Discussion about this post