ইসলামী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক, সাবেক ডীন, সভাপতি বর্তমান আইন প্রশাসক, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন শিক্ষাবিদ ড. জহুরুল ইসলাম ফাস্ট ক্যাপিটাল ইউনির্ভাসিটির সিণ্ডিকেট সদস্য মনোনীত হয়েছেন।
একই সাথে তিনি রবীন্দ্রমৈত্রী বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও ভাইস চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করছেন।
বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের বেসরকারি বিশ্ববিদ্যালয় বিভাগের পরিচালক ওমর ফারুখের স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বুধবার (১০ মে) বিষয়টি নিশ্চিত নিশ্চিত করেছেন অধ্যাপক ড. জহুরুল ইসলাম।
বিশ্ববিদ্যালয়ের মঞ্জুরী কমিশনকে কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, কমিশনের প্রত্যাশা পূরণে ভূমিকা রাখতে চাই। বিশ্ববিদ্যালয়কে সঠিক ও বাস্তবমুখী যে দিক নির্দেশনা প্রদানের দায়িত্ব প্রদান করা হলো তা যথাযথ সম্মানের সাথে পালন করা প্রচেষ্টা করবো। এছাড়া মাননীয় প্রধানমন্ত্রী, শিক্ষামন্ত্রী এবং ইউজিসির চেয়ারম্যানকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন তিনি।
প্রসঙ্গত, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন মনোনীত সদস্য মনোনীত হওয়ার তাঁকে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে শুভেচ্ছা জানানো হয়েছে।
খালিদ সাইফুল, দৈনিক দেশতথ্য, ১৩ মে ২০২৩

Discussion about this post