ইসলামী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক, সাবেক ডীন, সভাপতি বর্তমান আইন প্রশাসক, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন শিক্ষাবিদ ড. জহুরুল ইসলাম ফাস্ট ক্যাপিটাল ইউনির্ভাসিটির সিণ্ডিকেট সদস্য মনোনীত হয়েছেন।
একই সাথে তিনি রবীন্দ্রমৈত্রী বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও ভাইস চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করছেন।
বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের বেসরকারি বিশ্ববিদ্যালয় বিভাগের পরিচালক ওমর ফারুখের স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বুধবার (১০ মে) বিষয়টি নিশ্চিত নিশ্চিত করেছেন অধ্যাপক ড. জহুরুল ইসলাম।
বিশ্ববিদ্যালয়ের মঞ্জুরী কমিশনকে কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, কমিশনের প্রত্যাশা পূরণে ভূমিকা রাখতে চাই। বিশ্ববিদ্যালয়কে সঠিক ও বাস্তবমুখী যে দিক নির্দেশনা প্রদানের দায়িত্ব প্রদান করা হলো তা যথাযথ সম্মানের সাথে পালন করা প্রচেষ্টা করবো। এছাড়া মাননীয় প্রধানমন্ত্রী, শিক্ষামন্ত্রী এবং ইউজিসির চেয়ারম্যানকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন তিনি।
প্রসঙ্গত, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন মনোনীত সদস্য মনোনীত হওয়ার তাঁকে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে শুভেচ্ছা জানানো হয়েছে।
খালিদ সাইফুল, দৈনিক দেশতথ্য, ১৩ মে ২০২৩