আবেদ হোসাইন :
পূর্ণভূমি ফিলিস্তিন নিজের বুকে যত নবী-রাসুল ধারণ করার সৌভাগ্য লাভ করেছে, অন্য কোনো ভূমি সেটা পারেনি। মুসলিম জাতির পিতা ইবরাহিম থেকে শেষ নবী মুহাম্মদ (সা.) পর্যন্ত প্রায় সব নবীর চরণ ছোয়া এখানে । বরকতময় করেছেন এই জমিনকে।
দাউদ (আ.) : দাউদ (আ.) আল্লাহর প্রিয়নবী। যিনি একই সঙ্গে নবী ও বাদশাহ ছিলেন। পর্বতমালা ও পাখণ্ডপাখালি দাউদের অনুগত ছিল। নবুওয়াতপ্রাপ্তির আগে তিনি ফিলিস্তিনিদের পক্ষে তালুতের দলে যুদ্ধে শরিক ছিলেন। তিনিই বাদশাহ জালুতকে হত্যা করেন। তিনি ফিলিস্তিনে জন্মগ্রহণ করেন। আল্লাহর পক্ষ থেকে সেখানকার শাসক ও নবী হিসাবে মনোনীত হন। তিনি বাইতুল মুকাদ্দাস এবং রামলার শাসক ছিলেন। ফিলিস্তিনেই ইন্তেকাল করেন। বাইতুল মুকাদ্দাস থেকে রামলাগামী পথের ডানপার্শ্বে একটি পাহাড়ে তাকে সমাহিত করা হয় ৷ ইহুদীরা দাউদকে নবী হিসেবে মানে।
সুলাইমান (আ.) :
সুলাইমান (আ.) দাউদ (আ.)-এর পুত্র। আল্লাহর নবী হওয়ার সঙ্গে সঙ্গে তিনি সমগ্র পৃথিবী শাসনকারী শাসকদের অন্যতম। আল্লাহতায়ালা পশুপাখি, বায়ুমণ্ডল ও জিন্ন জাতিকে তার অধীন করে দিয়েছিলেন। এই মহান নবীর জন্ম, বসবাস সবই ছিল ফিলিস্তিন কেন্দ্রিক। তিনি ঐতিহাসিক বাইতুল মুকাদ্দাস মসজিদের নির্মাতা।
ইবরাহিম (আ.)-এর হিজরত :
মুসলিম জাতির পিতা ইবরাহিম খলিলুল্লাহ। ইরাকের বাবেল শহরে জন্মগ্রহণ করেন। নবুওয়াত প্রাপ্ত হন ৷ তারপর ফিলিস্তিনের তার মৃত্যু হয় এবং জেরুজালেমে সমাহিত ৷
ইসমাঈল (আ.):
বাইতুল মুকাদ্দাসে হিজরতের পর দীর্ঘ ২০ বছর পর হাজেরার গর্ভে ফিলিস্তিনে ইসমাঈল (আ.) জন্মগ্রহণ করেন ইসমাঈল (আ.) মক্কায় জীবন কাটান এবং মৃত্যুর পর এখানেই সমাহিত হন।
ইসহাক (আ.):
ইবরাহিম (আ.)-এর দ্বিতীয় পুত্র ইসহাক। ইসহাক (আ.) ফিলিস্তিনে জন্মগ্রহণ করেন ও ইন্তেকাল ফিলিস্তিনে হয় ৷
লুত (আ.)-এর আবাস :
আল্লাহর নবী লুত (আ.)-এর আবাসস্থলও বৃহত্তর ফিলিস্তিনে। সাদুম ও আমুরায় চলে যান। ঐতিহাসিকদের বর্ণনা মতে যা বর্তমান মৃত সাগর এবং তার তীরবর্তী এলাকা।
ইয়াকুব (আ.)-এর মাতৃভূমি : ইয়াকুব (আ.) যার অপর নাম ইসরাঈল। তিনি ইসহাক (আ.) পুত্র এবং ইবরাহিম (আ.) এর পৌত্র। জন্ম ফিলিস্তিনে। ভ্রাতা ইসুর সঙ্গে মনোমালিন্য হলে, মা রাফকাহের শেষ বয়সে মিশরে মৃত্যু হয়। ফিলিস্তিনে নিয়ে আসা হয় এবং বাইতুল মুকাদ্দাসে সমাহিত করা হয় ।
ইউসুফ (আ.)-এর শৈশব : ইউসুফ (আ.)। যার ঘটনাকে কোরআন আহসানুল কাসাস বলেছে। ইয়াকুব (আ.) ছেলে। জন্ম দক্ষিণ ইরাকের ফাদ্দান আরামে। পিতার সঙ্গে ফিলিস্তিনে আসেন। শৈশবের কিছুদিন ফিলিস্তিনেই কাটে। মৃত্যুর পর তাকে
ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাসে সমাহিত করা হয় ৷
দৈনিক দেশতথ্য//এইচ//