নিজস্ব প্রতিবেদক:
“ ফি-সাবিলিল্লাহ ” ইসলামী সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে ৩১ জানুয়ারী বাদ আসর হাউজিং এষ্টেটে অবস্থিত মকবুল আহমেদ-সামসুন্নাহার হাফেজিয়া মাদ্রাসার কুরানুল কারীম শিক্ষার্থী এতিম ও আথিক অস্বচ্ছল ছাত্রদের মাঝে শীতবস্ত্র ( কম্বল ) বিতরণ করা হয়েছে ।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন,কুষ্টিয়া এ- ব্লক জামে মসজিদের ঈমাম হাফেজ মাওলানা মো:নাঈম । বিশেষ অতিথি ছিলেন মকবুল আহমেদ-সামসুন্নাহার হাফেজিয়া মাদ্রাসার সুপার হাফেজ মাওলানা মো: আব্দুল জব্বার, কুষ্টিয়া এ- ব্লক জামে মসজিদের মুয়াজ্জিন হাফেজ মাওলানা মো: শরীফুল ইসলাম । অনুষ্ঠানে সভাপতিত্ব করেন “ ফি-সাবিলিল্লাহ ” ইসলামী সমাজ কল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি বিশিষ্ট সাংবাদিক শামসুল আলম স্বপন ।
প্রধান অতিথির বক্তব্যে হাফেজ মাওলানা মো:নাঈম বলেন, “ ফি-সাবিলিল্লাহ ” ইসলামী সমাজ কল্যাণ সংস্থা এই নামটি শুনলেই বুঝা যায় মহান আল্লাহ রাব্বুল আলামীনের সন্তুষ্টির জন্য প্রতিষ্ঠিত এই সংগঠন। গত ২৬ জানুয়ারী-২০২৪ সালে প্রতিষ্ঠিত সংগঠনটি র সভাপতি কুরানুল কারীম শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করে এক মহতী কর্মসূচি পালন করলেন।
তিনি বলেন মানব কল্যাণে প্রতিষ্ঠিত “ ফি-সাবিলিল্লাহ ” ইসলামী সমাজ কল্যাণ সংস্থার অনুষ্ঠানে উপস্থিত থাকতে পেরে নিজেকে ধন্য মনে করছি। আল্লাহর রাস্তায় পরিচালিত এই সংগঠনের কর্মসূচি সদকায়ে জারিয়া হিসেবে গণ্য হবে ইনশাল্লাহ। তিনি সামর্থবানদের এই সংগঠনের কর্মসূচি বাস্তবায়নে সহযোগিতা করার আহ্বান জানান।
সভাপতির সমাপণী বক্তব্যে শামসুল আম স্বপন বলেন, আল্লাহ পাক অনুগ্রহ করে আমাদেরকে এই দুনিয়াতে পাঠিয়েছেন আবার তিনি আমাদের জীবনের সমাপ্তি ঘটাবেন। যে সময় টুকু আমরা দুনিয়াতে আছি সে সময় টুকু মহান আল্লাহ রাব্বুল আলামীনের সন্তুষ্টির জন্য ব্যয় করা উচিৎ। “ ফি-সাবিলিল্লাহ ” ইসলামী সমাজ কল্যাণ সংস্থা’র সকল কর্মসূচি আল্লাহর সন্তুষ্টির জন্য। তিনি সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেন যাতে মানব কল্যাণে সকল কর্মসূচি বাস্তবায়ন করা সম্ভব হয়।
আলোচনা শেষে মুসলিম উম্মার কল্যাণ কামনা করে দোয়া পরিচালনা করেন হাফেজ মাওলানা মো:নাঈম । পরে তিনি মকবুল আহমেদ-সামসুন্নাহার হাফেজিয়া মাদ্রাসার কারীম শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন ।
খালিদ সাইফুল, দৈনিক দেশতথ্য, ১ ফেব্রুয়ারি ২০২৪