অনুর্ধ্ব ১৯ জাতীয় নারী দলের ফুটবলার (গোলরক্ষক) ইয়াসমিন আক্তারকে রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন বিভাগ থেকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। ৭ জানুয়ারি, ২০২২ শুক্রবার বেলা সাড়ে দশটায় কুষ্টিয়া শহরে অবস্থিত রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালেয় ক্যাম্পাসে বর্ণাঢ্য আয়োজনে এই সংবর্ধনা দেওয়া হয়। ফুটবলার ইয়াসমিন আক্তার ওই বিশ্ববিদ্যালেয়ের ব্যবসায় প্রশাসন বিভাগের শিক্ষার্থী।
ব্যবসায় প্রশাসন বিভাগের প্রধান ইমদাদুল হকের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপাচার্য প্রফেসর ড. মো. শাহজাহান আলী। প্রধান অতিথি ইয়াসমিন আক্তারকে অভিনন্দন জানিয়ে বলেন, এই ইয়াসিমন আক্তার শুধু রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালেয়ের গর্ব নন, সমগ্র বাংলাদেশের গর্ব। সারা বিশ্বের জন্য ইয়াসমিন আক্তার রোল মডেল।
সংবর্ধনা অনুষ্ঠানের মূখ্য আলোচক বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও বোর্ড অফ ট্রাস্টিজের ভাইস চেয়ারম্যান প্রফেসর ড. মোহাম্মদ জহুরুল ইসলাম বলেন, একজন শিক্ষার্থী তার মেধা অনুশীলন দিয়ে যে বিশ্ব জয় করতে পারে ইয়াসমিন আক্তার তার উদাহরণ।

এসময় বিশ্ববিদ্যালয়ের বোর্ড অফ ট্রাস্টিজের সভাপতি রাজনীতিবিদ ও মুক্তিযুদ্ধের সংগঠক হাসানুল হক ইনুর পক্ষ থেকে লেটার অফ অ্যাপ্রিসিয়েশন এবং অর্থমূল্যের উপহারের চেক প্রদান করেন।
ইয়াসমিন আক্তার নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে বলেন, যে প্রতিষ্ঠানে পড়াশোনা করি সেই প্রতিষ্ঠান থেকে সম্বর্ধনা পাওয়া আমার জীবনে স্মরণীয় হয়ে থাকবে। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. মোহাম্মদ মামুন, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. মোছা. ইসমত আরা খাতুন, বোর্ড অফ ট্রাস্টিজের ট্রেজারার শেখ মোস্তাফিজুর রহমান, মানিবক ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মো. শহীদুর রহমান ও ভারপ্রাপ্ত প্রক্টর এস এম হাসিবুর রশিদ তামিম।
অনুষ্ঠানে শুরুতেই কোরআন তেলওয়াত করেন কৃষি বিভাগের প্রভাষক হাসিবুল হাসান। গীতা পাঠ করেন আইন বিভাগের প্রভাষক নিলয় দাস নয়ন। স্বাগত বক্তব্য রাখেন ব্যবসায় প্রশাসন বিভাগের প্রভাষক মো. আরিফুজ্জামান। শিক্ষার্থীদের মধ্য থেকে বক্তব্য প্রদান করেন ব্যবসায় প্রশাসন বিভাগের শিক্ষার্থী হাসান প্রামানিক সাগর। মানপত্র পাঠ করেন ব্যবসায় প্রশাসন বিভাগের শিক্ষার্থী তিথি বিশ্বাস। সংবর্ধনা অনুষ্ঠানে ইয়াসমিন আক্তারকে সনদ, ক্রেস্ট, মানপত্র, উত্তরীয়, অভিনন্দন বার্তা ছাড়াও উপহার হিসেবে অর্থমূল্যের চেক হস্তান্তর করেন অতিথি মহোদয়।