সাফ শিরোপা জয়ী ফুটবলার নিলুফা ইয়াসমিন নিলাকে কুষ্টিয়া জেলা জাতীয় শ্রমিক লীগ সম্বর্ধনা দিয়েছে। মিলপাড়া আদর্শ কলেজ মোড়ে শ্রমিক লীগের কার্যালয়ে সন্ধ্যা ৬ ঘটিকার সময় ইউসুফ আলির সভাপতিত্বে এ সম্বর্ধনা অনুষ্ঠিত হয়। সংবর্ধনা অনুষ্ঠানটি পরিচালনা করেন ওই সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ আমজাদ আলী খান।
ওই অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন মহিলা শ্রমিকলীগ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মেহেরুন্নেসা বিউটি। বক্তব্য রাখেন সাঁতার ফেডারেশনের যুগ্ম সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম মিরপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও জাতীয় ক্রীড়াবিদ মর্জিনা খাতুন হ্যান্ডবল টিমের কোচ শিল্পী আশিক কুষ্টিয়া জেলা জাতীয় শ্রমিক লীগের সহ-সভাপতি হাফিজুর রহমান শহর আওয়ামী লীগের সহ-সভাপতি মিজানুর রহমান জেলা মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক দিনা লায়লা শহর মহিলা আওয়ামী লীগের আহ্বায়ক বনানী হাসান ও পারুল আক্তার জেলা শ্রমিক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হামিদুল ইসলাম শাহিনুল ইসলাম লেবু মুসা আলী খান জেলা জাতীয় শ্রমিক লীগের ক্রীড়া সম্পাদক এনামুল হক।
নিলুফা ইয়াসমিন নিলাকে ফুল দিয়ে বরণ করে নেন শ্রমিক লীগের পক্ষ থেকে মহিলা শ্রমিক লীগের সহ-সভাপতি কেন্দ্রীয় কমিটির মেহেরুন্নেসা বিউটি ও উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মর্জিনা খাতুন। যুবক ক্রীড়া চক্রের সাধারণ সম্পাদক ইমরান খান ও অন্যান্য খেলোয়াড় বিন্দু আলী ইমাম ক্রিয়া চক্রের পক্ষ থেকে ফুলের শুভেচ্ছা জানান। শ্রমিক লীগের পক্ষ থেকে ফুল দিয়ে বরণ করেন মুসা আলী খান হামিদুল ইসলাম ও শাহিনুল ইসলাম লেবু সাগরও আওয়ামী লীগ থেকে ফুল দিয়ে বরণ করেন মিজানুর রহমান মহিলা আওয়ামী লীগকে ফুল দিয়ে বরণ করেন বিনা লায়লা ও পারুল আক্তার সংগঠনের পক্ষ থেকে স্মৃতিস্বরূপ একটি ক্ষুদ্র উপহার প্রদান করেন মোঃ আমজাদ আলী খান ও আমিরুল ইসলাম মহিলা শ্রমিক লীগের পক্ষ থেকে ফুল দিয়ে বরণ করেন সুমিত্রা সাহা ও অন্যান্য নেতৃবৃন্দ৷
এবি//দৈনিক দেশতথ্য//অক্টোবর ১০,২০২২//