সুদীপ্ত শাহীন, লালমনিরহাট: জেলার হাতীবান্ধা উপজেলায় পূর্ব বিছনদই ছকেল পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফুটবল চুরির অপবাদের দায়ে ৪ জন শিশু শিক্ষার্থীকে বেধরক পিঠিয়েছে প্রধান শিক্ষক আসাদুজ্জামান লাভলু।
এ ঘটনায় অভিভাবকগণ বিদ্যালয় ঘেরাও করে প্রতিবাদ জানান। এসময় প্রধান শিক্ষককে লাঞ্চিত করার অভিযোগ উঠেছে।
বুধবার বিকাল ৪ টায় স্কুল ছুটির পর পূর্ব বিছনদই ছকেল পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের খেলার সামগ্রীর মধ্যে ফুটবল খুঁজে পাওয়া যায়নি। ছুটির পূর্বে শিশু শিক্ষার্থীরা স্কুলের মাঠে হৈ চৈ করে ফুটবল খেলছিল। ফুটবলের খোঁজ পেতে স্কুলের পাশের বাড়ির ৪র্থ শ্রেনীর শিক্ষার্থী শাকিব(১০), ৪র্থ শ্রেণির শিক্ষার্থী কাওসার (১০), ৪র্থ শ্রেণির শিক্ষার্থী বায়েজদ(১০) ও ৩য় শ্রেনীর শিক্ষার্থী সিয়াম((৯) কে প্রধান শিক্ষক স্কুলে পূনরায় ডেকে পাঠান। ফুটবল চুরি করার কথা স্বীকার করে খুঁজে আনতে বলেন। শিশু শিক্ষার্থীগণ অস্বীকার করলে শাস্তি হিসেবে বেধরক বেত্রাঘাত করা হয়।
এ খবর শিশুদের অভিভাবকদের কানে পৌচ্ছালে তারা প্রধান শিক্ষকের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করে স্কুলটি তাৎক্ষণিক ঘেরাও করে। প্রধান শিক্ষক আসাদুজ্জামান লাভলু জানান, এরা প্রায়ই বিদ্যালয়ের কিছু না কিছু চুরি করে। তাই শাসন করেছি। তাদের ভাল করতে শাসন করেছি। অভিভাবকরা তাঁকে লাঞ্চিত করার উল্টো অভিযোগ তুলেন। হাতীবান্ধা উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা (এটিও) বেলাল হোসেন জানান, ঘটনাটি শুনেছি। অভিযোগ পেলে তদন্ত করে দেখব। উপজেলা নির্বাহী অফিসার নাজির হোসেন জানান, ওই প্রধান শিক্ষকের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।
দৈনিক দেশতথ্য//এল//