খুলনার ফুলতলার জামিরা ইউনিয়নের ছাতিয়ানী গ্রামে ইকলাস মোল্যা (৬২) নামের এক বৃদ্ধ আত্মহত্যা করেছে। মঙ্গলবার(১৭ মে) রাত ১১টায় তিনি ঘরের আড়ার সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। তিনি মোল্যা উপজেলার জামিরা ইউনিয়নের ছাতিয়ানী পশ্চিমপাড়া এলাকার মৃত দলিল উদ্দিন মোল্যার ছেলে।
প্রাথমিক তদন্তে আত্মহত্যার প্রমান পাওয়ায় বুধবার (১৮ মে) ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করেছে পুলিশ।
বৃদ্ধের ছেলে মেহেদী হাসান জানায়, তার পিতা দীর্ঘদিন থেকে পেটের ব্যথায় ভুগছিলেন। মাঝে মধ্যে তিনি মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেন। মঙ্গলবার রাতে সবার অগোচরে তিনি ঘরের আড়ার সাথে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন।
ফুলতলা থানার অফিসার ইনচার্জ মোঃ ইলিয়াস তালুকদার জানান, খবর পেয়ে লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়। নিহত ইকলাসের লাশ উদ্ধার ও প্রাথমিক তদন্তে আত্মহত্যার প্রমান পাওয়ায় বুধবার (১৮ মে) ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে থানায় অপমৃত্যু মামলা হয়েছে বলেও জানান তিনি।
এবি//দৈনিক দেশতথ্য//মে ১৮,২০২২//

Discussion about this post