ময়মনসিংহের ফুলপুরে বাস, পিকআপ ও অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষে একজন নিহত হয়েছেন। আহত হয়েছে আরও ১৫ যাত্রী।
বুধবার (২১ আগষ্ট) দুপর দেড়টার দিকে ফুলপুর-তারাকান্দা সড়কের ধলি নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।
হাসপাতাল সূত্রে জানা গেছে, আহতদের স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে একজন মারা যান। গুরুতর আহত চারজনকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
সড়ক দুর্ঘটনার ঘটনা নিশ্চিত করে ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, নিহত অজ্ঞাত পরিচয় (৩০) যুবকের পরিচয় এখনো পাওয়া যায়নি।
তিনি জানান, ঢাকা থেকে ছেড়ে আসা হালুয়াঘাটগামী মণ্ডল এন্টারপ্রাইজের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে ময়মনসিংহগামী একটি পিকআপের মুখোমুখি সংঘর্ষ হয়।
এ সময় একটি ব্যাটারিচালিত অটোরিকশাও এই সংর্ঘষের মধ্যে পড়ে। এতে যাত্রীবাহী বাস ও অটোরিকশাটি সড়কের পাশের ধান ক্ষেতে উল্টে পড়ে যায়। ওসি বলেন, এ ঘটনায় পিকআপটিকে জব্দ করা হয়েছে, আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
এবি//দৈনিক দেশতথ্য//আগস্ট ৩১,২০২২//