Print Date & Time : 10 May 2025 Saturday 5:22 pm

ফুলবাড়িয়ায় চামড়াবর্জ্য প্রসেস কারখানায় সিলগালা

ময়মনসিংহের ফুলবাড়িয়ায় পশুর চামড়াবর্জ্য সিদ্ধ করে মাছের খাবার তৈরির কারখানা গড়ে উঠেছে। এতে চামড়া পোড়ানোর চুল্লির ধোঁয়ায় দূষিত হচ্ছে এলাকার পরিবেশ!  

বিষয়টি জানার পর ফুলবাড়ীয়া উপজেলা নির্বাহী অফিসার কারখানারটির গুদাম সিলগালা ও মালামাল জব্দ করেছেন।

ময়মনসিংহ পরিবেশ অধিদপ্তরের পরিচালক দিলরুবা আহমেদ বলেন, চামড়ার বর্জ্য সেদ্ধ করার কারখানাটির বিষয়ে বলেন, পরিবেশের ক্ষতি হয় এমন   কিছুই করা যাবে না। 

জানা গেছে, ট্যানারিগুলোতে চামড়া প্রক্রিয়াজাত করার পর প্রচুর চামড়া উচ্ছিষ্ট হয়। এসব চামড়া ২ হাজার দুইশত থেকে ২ হাজার পাঁচ টাকায় টন প্রতি ক্রয় করে ট্রাকযোগে নিয়ে আসে ফুলবাড়িয়ায়। রাতের এসব চামড়া বিশেষভাবে তৈরি চুল্লি ও কড়াইয়ে প্রসেস করা হয়। চামড়া পোড়ানোর দুর্গন্ধে পথচারীসহ গ্রামের মানুষ অতিষ্ঠ।

সরেজমিনে দেখা যায়, উপজেলার ধামর সড়কের নয়ন মিয়ার চাতালের পাশে খোলা জমিতে শত শত মণ চামড়ার বর্জ্য ফেলা রাখা হয়েছে। বর্জ্যের স্তূপের দক্ষিণ পাশে বিশাল মাটির তিনটি চুল্লি। একটি চুল্লির কড়াইয়ে অনন্ত ১ টন চামড়া বুশি ভর্তি। দু’জন শ্রমিক বর্জ্য প্রসেস করার প্রক্রিয়ায় কাজ করছে। চুল্লির পাশে প্রসেস করা চামড়ার স্তূপ। ওই সব বর্জ্য রোদে শুকিয়ে দু’টি চাতালেই ঢেকে রাখা হয়েছে।

কারখানাটির মালিক মো. রুহুল আমীন বলেন, ‘ট্যানারিতে যেসব চামড়া উচ্ছিষ্ট হয় সেগুলো নিয়ে এসে সেদ্ধ করার পর শুকিয়ে আবার বিভিন্ন কোম্পানির কাছে বিক্রি করি।  এগুলো  দিয়ে তারা কি কাজ করে আমার জানা নেই।’

উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মাদ হাবিবুর রহমান তালুকদার বলেন, চামড়ার বর্জ্য বিষাক্ত, এগুলো দিয়ে যদি মাছের খাদ্য বানানো হয় তবে এটি এক ধরনের অপরাধ।

ফুলবাড়ীয়া উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নাহিদুল করিম জানান, বিষয়টি জানার পর কারখানার গুদাম সিলগালা ও মালামাল জব্দ করা হয়েছে।

এবি//দৈনিক দেশতথ্য//আগস্ট ৩১,২০২২//