প্রভাষক রীতা গুপ্তা, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুরের ফুলবাড়ীতে এলুয়ারি ইউনিয়ন আওয়ামী নেতা পাল্টা সংবাদ সম্মেলনসহ প্রতিবাদ সভা করেছেন। গতকাল বৃহস্পতিবার (৭ দুপুর) সাড়ে ১২ টার দিকে এলুয়ারি ইউনিয়নের খাজাপুর গ্রামের নিজ বাড়ীতে সংবাদ সম্মেলন করা হয়। ওই সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন এলুয়ারি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও খাজাপুর একরামিয়া ফাজিল মাদ্রাসার সহসভাপতি আব্দুল ছালাম প্রামাণিক।
লিখিত বক্তব্যে তিনি জানান, গত মঙ্গলবার (৫ মার্চ) বিভিন্ন গণমাধ্যমে ‘প্রতিবন্ধীর ওপর হামলা ও নির্যাতন বিচারের দাবিতে সংবাদ সম্মেলন’ শিরোনামে একটি সংবাদ প্রকাশ হয়েছে। এলাকার মাদকাসক্ত, মাদক কারবারী তাজুল ইসলাম মিথ্যা ও বানোয়াট তথ্য দিয়ে সংবাদ সম্মেলন করেছেন।
সে শিশু-কিশোরদের মাধ্যমে মাদক বিক্রি করে থাকেন। এ ব্যাপারে প্রতিবাদ করায় সোমবার (৪ মার্চ) রাত সাড়ে ৮টায় আমাকে উদ্দেশ্য করে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে। আমাকে গালাগালাজের কারণ জানতে গেলে সে দুর্ব্যবহার করে। এ সময় আমার ভাতিজা ও স্থানীয়রা তাকে তার বাড়ীতে নিয়ে যায়।
সাংবাদ সম্মেলনে মাদক ব্যবসায়ী তাজুল ইসলাম বলেছেন, আমি ও আমার ভাজিতা আসাদ প্রামাণিক জমি রেজিস্ট্রি দেয়ার কথা বলে তার কাছে ১ লাখ টাকা ধার চাওয়াসহ তাকে প্রাণনাশসহ বাড়ীতে হামলার হুমকি দিয়েছি। অভিযোগটি মিথ্যা ও বানোয়াট। তাজুল ইসলাম মাদক সিন্ডিকেটের পরিকল্পনা মাফিক আমাকে সামাজিক ও রাজনৈতিকভাবে হেয়পতিপণ্ন করতে মাদকাসক্ত মাদক কারবারী তাজুল ইসলাম মিথ্যা ও বানোয়াট তথ্য দিয়ে সংবাদ সম্মেলন করেছেন। আমি এর তীব্র নিন্দা জানাচ্ছি।
তিনি আরো বলেন, খাজাপুর একরামিয়া ফাজিল মাদ্রারাসার ২৫ শতক জমি তাজুল ইসলাম ক্রয় করে। কিন্তু আইনি জঠিলতার করণে তাকে জমিটি রেজিস্ট্রি দিতে পারছে না মাদ্রাসা কর্তৃপক্ষ। তবে জমিটি তার ভোগ দখলেই আছে। যেহেতু জমি রেজিস্ট্রি দেয়া সম্ভব হচ্ছে না, সেহেতু বিষয়টি সমাধান করতে মাদ্রাসা কর্তৃপক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা নিবে।
এসময় উপস্থিত ছিলেন খাজাপুর একরামিয়া ফাজিল মাদ্রারাসার সুপার মাহাবুবুর রহমান, বিআরডিবির সভাপতি মশিউর রহমান, ৪নং ওয়ার্ড সদস্য আবুল মালেক, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আকবর আলী, খতিব হাফেজ কোরবার আলী, মিনহাজুল ইসলামসহ অর্ধশত বিভিন্ন শ্রেণি ও পেশার সুধিজন।
খাজাপুর একরামিয়া ফাজিল মাদ্রারাসার সুপার মাহাবুবুর রহমান বলেন, তাজুল ইসলাম ২০১৫ সালে মাদ্রাসার জমি ক্রয় করে। কিন্তু আইনী জঠিলতার কারণে জমিটি তাকে রেজিস্ট্রি দেয়া সম্ভব হচ্ছে না। জমিটি তৎকাল হতে অদ্যবধি সে ভোগদখল করে আসছে। অতিসত্ত্বর তাজুল ইসলামকে জমি ক্রয়ের মূল্য ফেরত দেয়া হবে।
উল্লেখ্য, মঙ্গলবার (৫ মার্চ) ফুলবাড়ী উপজেলার এলুয়ারি ইউনিয়নের পশ্চিম খাজাপুর গ্রামের শারীরিক প্রতিবন্ধী তাজুল ইসলাম তার ওপর ওপর হামলা ও নির্যাতনের বিচারের দাবিতে সংবাদ সম্মেলন করেন।
এবি//দৈনিক দেশতথ্য//মার্চ ০৭,২০২৪//

Discussion about this post