প্রভাষক রীতা গুপ্তা, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি ।।দিনাজপুরের ফুলবাড়ীর উপজেলার কাজিহাল ইউনিয়নের রামেশ্বরপুর গ্রামের শ্মশানের সেওড়া গাছে থেকে এক আদিবাসী যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
নিহত রথিন হেম্ব্রম ডুগডুর (৩৮) একই ইউনিয়নের পুখুরী মÐলপাড়া গ্রামের মৃত সোম হেম্ব্রমের ছেলে।
সোমবার (২২ আগস্ট) রাত ৯ টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়েছে। নিহত রথিন হেম্ব্রম ডুগডুর একই ইউনিয়নের পুখুরী মÐলপাড়া গ্রামের মৃত সোম হেম্ব্রমের ছেলে।
বিষয়টি নিশ্চিত করে স্থানীয় থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শফিকুল ইসলাম বলেন, খবর পেয়ে রামেশ্বরপুর গ্রামের শ্মশানের নির্জন স্থানের সওড়া গাছের ডালে ঝুলন্ত অবস্থায় রথিন হেমব্রম ডুগডুরের মরদেহটি স্থানীয়রা দেখতে পেয়ে থানা পুলিশকে দিলে পুলিশ গিয়ে রাতেই মরদেহটি উদ্ধার করে। নিহতের বড়ভাই বদ্ধিনাথ হেম্ব্রম বাদী হয়ে থানায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের করেছেন। মঙ্গলবার সকালে মরদেহের ময়না তদন্তের জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
অার//দৈনিক দেশতথ্য//২৩ আগষ্ট-২০২২

Discussion about this post