প্রভাষক রীতা গুপ্তা, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুরের ফুলবাড়ীতে নানা আয়োজনে গত বুধবার (১৪ ফেব্রুয়ারি) দিনব্যাপী বসন্তবরণ উৎসব পালন করা হয়েছে।ফুলবাড়ী বীর মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান ইনস্টিটিউটের উদ্যোগে সকালে বীর মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান ইনস্টিটিউট চত্বরে পয়লা ফাল্গুন উপলক্ষে শিক্ষক-কর্মচারিসহ বিভিন্ন শ্রেণির শিক্ষার্থীরা বাসন্তি রঙের পোশাক পরে বসন্ত উৎসবে যোগ দেন।
বীর মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান ইনস্টিটিউটের প্রধান শিক্ষক সাইফুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত বসন্ত উৎসবের উদ্বোধন করেন প্রতিষ্ঠানের সভাপতি রাজেন্দ্র প্রসাদ গুপ্ত।
এ সময় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান বাবুল।
এরপর শিক্ষার্থীদের অংশগ্রহণে শোভাযাত্রা, কবিতা আবৃতি, সঙ্গীত ও নৃত্যানুষ্ঠানের মাধ্যমে দিনব্যাপী এ উৎসব উদযাপিত হয়। শিক্ষার্থীদের সঙ্গীত ও নৃত্য পরিবেশনা মুগ্ধ করে দর্শকদের। বসন্ত উৎসবে শিক্ষার্থীসহ অভিভাবক ও বিভিন্ন শ্রেণি ও পেশার সহস্রাধিক দর্শনার্থীর সমাগম ঘটে।
দৈনিক দেশতথ্য//এইচ//

Discussion about this post