প্রভাষক রীতা গুপ্তা, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি ।।দিনাজপুরের ফুলবাড়ীতে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে হিন্দু ধর্মালম্বীদের ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি শুভাজন্মাষ্টমী পালিত হয়েছে।
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ফুলবাড়ী উপজেলা শাখার উদ্যোগে শুক্রবার (১৯ আগষ্ট) সকাল সাড়ে ১০ টায় স্থানীয় রামকৃষ্ণ সেবাশ্রম চত্বরে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ফুলবাড়ী উপজেলা শাখার আহবায়ক প্রবীণ শিক্ষক অধ্যাপক চিত্ত রঞ্জন দাস।
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ দিনাজপুর জেলা শাখার নির্বাহী সদস্য সহকারী অধ্যাপক অমর চাঁদ গুপ্ত অপু’র সঞ্চালনায় আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মোস্তাফিজুর রহমান ফিজার এমপি।
এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রিয়াজ উদ্দিন, পৌরসভার মেয়র মাহমুদ আলম লিটন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মঞ্জু রায় চৌধুরী, প্যানেল মেয়র মামুনুর রশিদ চৌধুরী, উপজেলা শাখা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অধ্যক্ষ মিজানুর রহমান, সাধারণ সম্পাদক মুশফিজুর রহমান বাবুল, সাংগঠনিক সম্পাদক আশরাফুল আলম ডাবলু, উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য শিল্পপতি রাজু কুমার গুপ্ত বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ফুলবাড়ী উপজেলা শাখার সদস্য সচিব শিক্ষক ধীমান চন্দ্র সাহা, যুগ্ম আহবায়ক আনন্দ কুমার গুপ্ত, সদস্য চন্দ্রনাথ গুপ্ত চান্দা, যুব ঐক্যপরিষদের আহবায়ক মানিক চন্দ্র, যুগ্ম আহবায়ক প্লাবন শুভ, সাবেক অধ্যাপক অনিল চন্দ্র সরকার, রাম কৃষ্ণ সেবাশ্রমের সাধারণ সম্পাদক রতন চক্রবর্তী, প্রধান শিক্ষক শ্যামল রায়, সহকারী প্রধান শিক্ষক ব্রজেন্দ্র নাথ রায়, নকুল চন্দ্র রায় প্রমুখ।
আলোচনা সভা শেষে পাঁচ শতাধিক নারী ও পুরুষের সমন্বয়ে এক বিশাল বর্ণাঢ্য শোভাযাত্র ঢাক-ঢোল-কর্তাল নিয়ে ফুলবাড়ী পৌরশহরে বের করা হয়। শোভাযাত্রার আনুষ্ঠানিকভাবে উদ্বোধন ও নেতৃত্ব স্থানীয় সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান ফিজার। শোভাযাত্রা শেষে রামকৃষ্ণ সেবাশ্রম চত্বরে কীর্তনের আয়োজন করা হয়।
এ ছাড়াও দিনটি পালনসহ দেশ, জাতি ও বিশ্ব মানবের কল্যাণ ও মঙ্গল কামনায় উপজেলা জুড়ে পূজা, উপোস, অঞ্জলি প্রদান, প্রার্থনা, আলোচনা সভাসহ নানা আয়োজন করা হয়।
আর//দৈনিক দেশতথ্য//১৯ আগষ্ট-২০২২

Discussion about this post