Print Date & Time : 28 August 2025 Thursday 8:16 am

ফুলবাড়ীতে বিএনপির পদযাত্রা

শাহীন আহমেদ, কুড়িগ্রাম: কুড়িগ্রামের ফুলবাড়ীতে পুলিশি বাধা উপেক্ষা করে কেন্দ্র ঘোষিত বিএনপির পদযাত্রা কর্মসূচি পালন করেছে ফুলবাড়ী সদর ইউনিয়ন বিএনপি।

শনিবার সকাল ১১ টায় উপজেলা সদরের ব্র্যাক মোড় থেকে নেতাকর্মীদের পদযাত্রা ফুলবাড়ী মহিলা ডিগ্রি কলেজ অভিমুখে রওয়ানা হলে পুলিশ বাধা দেয়।
পরে নেতাকর্মীরা সদরের ফুলবাড়ী- নাগেশ্বরী সড়কের পানিমাছ কুটি মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয় অভিমুখে পদযাত্রা করেন।

এসময় সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন, ফুলবাড়ী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল মান্নান মুকুল, সিনিয়র সহ- সভাপতি লোকমান হোসেন সরকার, সিনিয়র যুগ্ন- সাধারণ সম্পাদক আরাবুর রহমান পাশা, সদর ইউনিয়ন বিএনপি’র ভারপ্রাপ্ত সভাপতি সাইদুর রহমান, সাধারণ সম্পাদক মোজাম্মল মাষ্টার প্রমুখ।

দৈনিক দেশতথ্য//এসএইচ//