Print Date & Time : 4 August 2025 Monday 12:11 am

ফুলবাড়ীতে আরডিআরএস বাংলাদেশের মাস্ক বিতরণ

প্লাবন শুভ, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ফুলবাড়ীতে গতকাল সোমবার উপজেলা শাখা বেসরকারি সংস্থা আরডিআরএস বাংলাদেশের উদ্যোগে করোনা প্রতিরোধ ও নিয়ন্ত্রণে মাস্ক বিতরণ করা হয়েছে।

দুপুর ১টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রিয়াজ উদ্দিনের কাছে ১ হাজার কাপড়ের মাস্ক প্রদান করেন সংস্থাটির ফুলবাড়ী-বিরামপুর এলাকা ব্যবস্থাপক (উদয়ন) মো. সেকেন্দার আলী।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা শাখা ব্যবস্থাপক (উদয়ন) মো. জয়নাল আবেদীন, হিসাব রক্ষক মোছা. তসলিম বেগম প্রমুখ।

উপজেলা শাখা ব্যবস্থাপক (উদয়ন) মো. জয়নাল আবেদীন বলেন, বর্তমান করোনা পরিস্থিতি প্রতিরোধ ও নিয়ন্ত্রণে ফুলবাড়ী উপজেলায় বিতরণের জন্য ১ হাজার কাপড়ের মাস্ক প্রদান করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মাস্কগুলো জনসাধারণের মাঝে বিতরণ করবেন।