দিনাজপুরের ফুলবাড়ীতে ধর্মীয় ভাবগম্ভীর পরিবেশের মধ্য দিয়ে ভগবান শ্রী রামকৃষ্ণ দেবের কল্পতরু উৎসব পালন করা হয়েছে।
ফুলবাড়ী শ্রী রামকৃষ্ণ সেবাশ্রমের উদ্যোগে গতকাল সোমবার (১ জানুয়ারি) দিনব্যাপী বিভিন্ন কর্মসূচিসহ দুপুরে ফুলবাড়ী শ্রী রামকৃষ্ণ সেবাশ্রম চত্বরে আয়োজিত হয়।
উক্ত সভায় সভাপতিত্ব করেন ফুলবাড়ী শ্রী রামকৃষ্ণ সেবাশ্রমের উপদেষ্টা ও ফুলবাড়ী শাখা বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের আহবায়ক প্রবীণ শিক্ষক অধ্যাপক চিত্ত রঞ্জন দাস।
অবসরপ্রাপ্ত সহকারী অধ্যাপক ধীরেন্দ্র নাথ সরকারের সঞ্চালনায় আয়োজিত ধর্ম সভায় প্রধান অতিথি হিসেবে আলোচনা করেন, দিনাজপুর রামকৃষ্ণ আশ্রমের অধ্যক্ষ শ্রী মৎ স্বামী বিভাত্মানন্দজী মহারাজ। এতে সম্মানীয় অতিথি হিসেবে বক্তব্য রাখেন, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবং ৮ বারের মতো দিনাজপুর-৫ (ফুলবাড়ী-পার্বতীপুর) নির্বাচনী আসনের নৌকা প্রতীকের প্রার্থী বীর মুক্তিযোদ্ধা মো. মোস্তাফিজুর রহমান ফিজার এমপি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অধ্যক্ষ মিজানুর রহমান মিজান, সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান বাবুল, বীর মুক্তিযোদ্ধা শ্রী অম্ব্ররীশ রায় চৌধুরী, শ্রী নীরেন্দ্রনাথ রায় ও ডা. নিরঞ্জন কুমার রায়। স্বাগত বক্তব্য রাখেন ফুলবাড়ী শ্রী রামকৃষ্ণ সেবাশ্রম পরিচালনা কমিটির সভাপতি শিক্ষক সঞ্জয় কুমার চক্রবর্তী। এ সময় উপস্থিত ছিলেন, প্রবীণ শিক্ষক ব্রজেন্দ্র নাথ রায়, ফুলবাড়ী শাখা বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সদস্য সচিব শিক্ষক ধীমান চন্দ্র সাহা, শিক্ষক সঞ্জিব চক্রবর্তী, ফুলবাড়ী প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক প্লাবন শুভ, ফুলবাড়ী শ্রী রামকৃষ্ণ সেবাশ্রম পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক রতন চক্রবর্তী, কোষাধ্যক্ষ হিরেন্দ্র নাথ বর্মন প্রমুখ।
দৈনিক দেশতথ্য//এইচ//

Discussion about this post