Print Date & Time : 28 July 2025 Monday 9:42 am

ফুলবাড়ীতে গ্রেনেড হামলা দিবস পালিত

প্লাবন শুভ, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি: ২১ আগস্ট নরকীয় গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে দিনাজপুরের ফুলবাড়ীতে গতকাল শনিবার কর্মসূচি পালন করেছে উপজেলা শাখা আওয়ামী লীগ।

দিবসটি উপলক্ষে উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে আয়োজিত স্মরণ সভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি হায়দার আলী শাহ। এতে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান বাবুল, যুগ্ম সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ শাহ মো. আব্দুল কুদ্দুস, সাংগঠনিক সম্পাদক আশরাফুল আলম ডাবলু প্রমুখ।

এতে আওয়ামী লীগ ও এর অঙ্গসহযোগি সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন। শেষে নরকীয় গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।