Print Date & Time : 30 July 2025 Wednesday 2:26 am

ফুলবাড়ীতে শিক্ষার্থীদের প্রোফাইল ডাটাবেইজ তৈরি বিষয়ক কর্মশালা

প্লাবন শুভ, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ফুলবাড়ীতে গতকাল বুধবার উপজেলা মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের উদ্যোগে শিক্ষার্থীদের প্রোফাইল ডাটাবেইজ তৈরি এবং ইউআইডি নম্বর প্রদান সংক্রান্ত বিষয়ে দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

সকাল ১০টায় স্থানীয় বীর মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান ইন্সটিটিউটে আয়োজিত শিক্ষক প্রশিক্ষণ কর্মশালাটি আনুষ্ঠানিকভাবে প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আতাউর রহমান মিল্টন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রিয়াজ উদ্দিনের সভাপতিত্বে প্রশিক্ষণ কর্মশালায় বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. শমশের আলী ম-ল, উপজেলা একাডেমিক সুপারভাইজার শফিকুল ইসলাম, শিক্ষক প্রতিনিধি প্রধান শিক্ষক সঞ্জয় কুমার চক্রবর্তী প্রমুখ।

প্রশিক্ষণ কর্মশালাটি পরিচালনা করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. শমশের আলী ম-ল ও উপজেলা একাডেমিক সুপারভাইজার শফিকুল ইসলাম। এতে উপজেলার মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও কম্পিউটার শিক্ষকরা অংশ নেন। #