Print Date & Time : 22 April 2025 Tuesday 2:47 pm

ফুলবাড়ীতে সাংস্কৃতিসেবীর মাঝে অনুদান প্রদান

প্লাবন শুভ, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ফুলবাড়ীতে গতকাল সোমবার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে উপজেলা ১০ জন অস্বচ্ছল সাংস্কৃতিসেবীর মাঝে অনুদান প্রদান করা হয়েছে।

বেলা ১১টায় উপজেলা পরিষদ কন্ফারেন্স কক্ষে আয়োজিত অনুদান প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রিয়াজ উদ্দিন। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আতাউর রহমান মিল্টন।

এসময় উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান মানিক রতন, ইউপি চেয়ারম্যান আবু তাহের মন্ডল, সাবেক মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. এছার উদ্দিন প্রমুখ।

শেষে আনুষ্ঠানিকভাবে জনপ্রতি ২ হাজার ৫০০ টাকা করে ওই ১০ জন সাংস্কৃতিসেবীর মাঝে ২৫ হাজার টাকার চেক বিতরণ করা হয়।