Print Date & Time : 28 July 2025 Monday 10:35 pm

ফুলবাড়ীর ৬ নারী পেলেন সেলাই মেশিন

প্লাবন শুভ, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার জননী বঙ্গমাতা শেখ ফজিলাতুননেছা মুজিবের দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার ৬ নারী পেলেন সেলাই মেশিন।

গতকাল রবিবার সকালে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ উদ্যোগে উপজেলা কনফারেন্স কক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রিয়াজ উদ্দিন।

এতে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রিতা ম-লের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আতাউর রহমান মিল্টন, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কানিজ আফরোজ, উপজেলা প্রকৌশলী আহসানুল কবির, মৎস্য কর্মকর্তা মাজনুন্নাহার মায়া, কৃষি কর্মকর্তা কৃষিবিদ রুম্মান আক্তার, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নীরু শামসুন্নাহার।

এছাড়াও বক্তব্য রাখেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ. মো. আব্দুল কুদ্দুস, মানিক রতন, নবিউল ইসলাম, আবু তাহের মন্ডল, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শফিউল ইসলাম প্রমুখ।

শেষে বঙ্গমাতার জন্মদিন উপলক্ষে উপজেলার ৬ জন নারীর মাঝে আনুষ্ঠানিকভাবে সেলাই মেশিন তুলে দেন অনুষ্ঠানের অতিথিদ্বয়।