Print Date & Time : 20 April 2025 Sunday 11:59 am

ফেঞ্চুগঞ্জে সহস্রাধিক রোগীদের বিনামূল্যে চিকিৎসা সেবা দিলেন ড: দুলাল

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাৎবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে ফেঞ্চুগঞ্জ উপজেলার মাইজগাঁও ইউনিয়নে সহস্রাধিক রোগীদের বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে।

শনিবার (১৯ আগষ্ট) ফেঞ্চুগঞ্জ উপজেলার মাইজগাঁও ইউনিয়নের ফরিদপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সিলেট-৩ আসনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ডা. ইহতেশামুল হক চৌধুরী দুলাল আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্পে ১৫৬০ জন রোগীকে বিনামূল্যে ২৮ জন বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা ৩ লক্ষ টাকার ঔষধ বিতরণ করা হয়।

এসময় প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ মেডিক্যাল এসোসিয়েশনের মহাসচিব ডা: এহতেশামুল হক চৌধুরী দুলাল বলেন, বর্তমান প্রধানমন্ত্রী জননেতী শেখ
হাসিনার যুগান্তকারী পদক্ষেপের কারনে স্বাস্থ্য সেবা আজ মানুষের অতি নিকটে পৌছে গেছে। মানুষ ঘরে বসেই জরুরি সেবাগুলো গ্রহন করতে পারছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে শোকের মাসে অসহায় দরীদ্র মানুষদের
ফ্রি সেবা দিতে আজকের এ আয়োজন।

ওয়ার্ড আওয়ামীলীগের সহ-সভাপতি সিরাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন সিলেট ওসমানী মেডিক্যাল কলেজের অধ্যাপক ডাঃ মোখলেছুর রহমান, স্থানীয় আওয়ামীলীগ নেতা হেলাল উদ্দিন শামীম, প্রবাসী কমিউনিটি লিডার সাকিব উস সামাদ চৌধুরী। ফেঞ্চুগঞ্জ উপজেলা আওয়ামীলীগ নেতা জুলাস আহমেদের পরিচালনায় বক্তব্য রাখেন সাবেক যুবলীগের নেতা নাজমুল ইসলাম, সমাজকর্মী শফিকুর রহমান।

খালিদ সাইফুল, দৈনিক দেশতথ্য, ১৭ আগস্ট ২০২৩