Print Date & Time : 12 September 2025 Friday 3:24 pm

ফেন্সিডিলসহ দুই ভারতীয় যুবক আটক

সুদীপ্ত শাহীন, লালমনিরহাট: জেলার হাতীবান্ধায় সীমান্ত হতে বৃহস্পতিবার রাতে ফেনসিডিলসহ দু’ জন ভারতীয় যুবক জাহাঙ্গীর (২১) ও হাসেন(২০) কে পুলিশ আটক করেছে।
আজ শুক্রবার দুপুরে আটক মাদক ব্যবসায়ী দ্বয়কে আদালতের মাধ্যমে লালমনিরহাট কারাগারে পাঠান হয়।

আটক দু’জন ভারতীয় নাগরিক কুচবিহারের শীতলখুচি উপজেলার লালারপাড় গ্রামের ইবলেছার আলীর ছেলে জাহাঙ্গীর আলম (২১) ও একই উপজেলার পাঠানতলী গ্রামের এনামুল মিয়ার ছেলে হাসেন আলী (২০)।

থানা পুলিশ সূত্র, জানা গেছে, বৃহস্পতিবার রাতে উপজেলার বিলুপ্ত ছিটমহল উত্তর গোতামারীতে অভিযান চালিয়ে ভারতীয় দুই নাগরিক কে এক শত বোতল ফেন্সিডিল ও এক লিটার খোলা তরল ফেনসিডিল উদ্ধার করা হয়।
হাতীবান্ধা থানার ওসি শাহ আলম আলম জানান, বাংলাদেশে অবৈধভাবে অনুপ্রবেশ ও ভারতীয় নিষিদ্ধ নেশা দ্রব্য ফেনসিডিল তাদের কাছে পাওয়ায় পৃথক দু’টি মামলা হয়।

দৈনিক দেশতথ্য//এল//