Print Date & Time : 11 July 2025 Friday 11:03 pm

ফেন্সিডিল ও গাঁজা সহ দুই জনকে আটক

মেহেরপুর সদর থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে ভারতীয় মাদক দ্রব্য ফেন্সিডিল ও গাঁজা সহ দুই জনকে আটক করেছে পুলিশ।

শনিবার দিবাগত রাতে সদরের তেরঘরিয়া গ্রাম এলাকায় এ অভিযান চালানো হয়। আটককৃতরা হলেন শহরের পৌর কলেজ পাড়ার মাহাবুল ইসলামের ছেলে সাব্বির হোসেন (২২) এবং ফুলবাগান পাড়ার মহসিন আলীর ছেলে নাজমুল সাদাত শুভ (২৭)।

জানা গেছে, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলামের নেতৃত্বে এসআই সঞ্জিব ও এএসআই নুর ইসলাম সহ সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলা তেরঘরিয়া গ্রামের মোবাইল টাওয়ার এলাকায় মাদক বিরোধী অভিযান চালানো হয়। এসময় মাদক ব্যবসায়ী সাব্বির ও শুভ ভারতীয় মাদক দ্রব্য ফেন্সিডিল ও গাঁজা পাচার করছিল। এসময় মাদক ব্যবসায়ীদের তল্লাশি করে তাদের কাছে ৯৭ বোতল ফেন্সিডিল ও ১কেজি গাঁজা সহ তাদের দুজনকে আটক করা হয়। 

সদর থানার ওসি সাইফুল ইসলাম জানান, আটককৃতরা দীর্ঘ দিন ধরে মাদকের ব্যাবসার সাথে জড়িত। তাদেরকে ফেন্সিডিল ও গাঁজা সহ আটক করা হয়েছে। এবিষয়ে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলার প্রস্তুতি চলছে।

এবি//দৈনিক দেশতথ্য//এপ্রিল ২৯,২০২৩//