সাতক্ষীরার শ্যামনগর উপজেলার নওয়াবেঁকী ও পাখিমারা খেয়াঘাটের ফেরিঘাট নির্মাণের চলমান কাজ পরিদর্শন করেছেন সাতক্ষীরা – ৪ আসনের মাননীয় সংসদ সদস্য এস এম জগলুল হায়দার এমপি।
গতকাল সকালে সংসদ সদস্য উক্ত খেয়াঘাটের ফেরিঘাট নির্মাণকাজ পরিদর্শন করেন। এসময় তার সফর সঙ্গী হিসেবে ছিলেন শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি জি এম আকবর কবীর, আটুলিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি গাজী কামরুল ইসলাম,উপজেলা যুবলীগের আহবায়ক মোঃ জাকির হোসেন,সাবেক ছাত্রনেতা এস এম মারুফ হোসেন সহ অনেকে।
শ্যামনগর উপকূলের দীর্ঘদিনের লালিত স্বপ্ন, নদীপথে চলাচলের সীমাহীন কষ্ট লাঘব হবে। খেয়াঘাটের ফেরি নির্মাণের দাবি পূরণ করায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং এস এম জগলুল হায়দার এমপি মহোদয়ের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন এলাকাবাসী।
এবি//দৈনিক দেশতথ্য//এপ্রিল ২৫,২০২২//

Discussion about this post