গৌরাঙ্গ লাল দাস,কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি :
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ‘এসাইনমেন্ট অফিসার’ হিসেবে নিয়োগ পেলেন আফরোজা বিনতে মনসুর (গাজী লিপি)।
গত রবিবার (২৮ জানুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
মন্ত্রণালয়ের উপসচিব মোহা: রফিকুল ইসলাম স্বাক্ষরিত আদেশে বলা হয়েছে, আফরোজা বিনতে মনসুর (গাজী লিপি) কে গ্রেড-৯ এর বেতনের সর্বোচ্চ ধাপ অর্থাৎ ৫৩,০৬০/ টাকা নির্ধারিত বেতনে প্রধানমন্ত্রীর মেয়াদকাল বা সন্তুষ্টি সাপেক্ষে (যেটি আগে ঘটে) প্রধানমন্ত্রীর এসাইনমেন্ট অফিসার পদে চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হলো।
গাজী লিপি গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার বর্ষাপাড়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা গাজী মুনসুরের মেয়ে।
এর আগে গাজী লিপি ২০২০ সালের ২২ জুলাই প্রধানমন্ত্রীর এসাইনমেন্ট অফিসার হিসেবে নিয়োগ পান।
রাজনৈতিক পরিবারে বেড়ে ওঠা গাজী লিপি দীর্ঘদিন যুবমহিলা লীগ কেন্দ্রীয় কমটির সহসভাপতি ছিলেন।
ফের প্রধানমন্ত্রীর এসাইনমেন্ট অফিসার হিসেবে নিয়োগ পাওয়ায় কোটালীপাড়ার রাজনৈতিক ও অঙ্গণে বইছে আনন্দের বন্যা।
কোটালীপাড়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি গাজী খায়রুল রাজ্জাক খসরু বলেন, গাজী লিপিকে পুনরায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা পুনরায় তার এসাইমেন্ট অফিসার নিয়োগ দেওয়ায় আমরা কোটালীপাড়াবাসী মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানাই। তার এই নিয়োগে কোটালীপাড়াবাসী আনন্দিত।
গাজী লিপি বলেন, প্রধানমন্ত্রী আমাকে যে দায়িত্ব দিয়েছেন আমি তাহা সততা ও নিষ্ঠার সহিত পালন করবো। ফের এই পদে নিয়োগ পাওয়া আমার জন্য পরম সৌভাগ্য। জাতির পিতা বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমার অভিভাবক। আমি তার পাশে থেকে দেশমাতৃকার সেবায় নিজেকে বিলিয়ে দিব।
দৈনিক দেশতথ্য//এইচ//

Discussion about this post