কুষ্টিয়া অফিস: কুষ্টিয়া সদরের লক্ষীপুর হাসানবাগ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির ফের সভাপতি হলেন আনিসুর রহমান বিকাশ।
গতকাল মঙ্গলবার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড যশোর এর বিদ্যালয় পরিদর্শক সিরাজুল ইসলাম এই কমিটি অনুমোদন দেন।
গত ১৭ই আগষ্ট বিদ্যালয়ের প্রধান শিক্ষকের আবেদনসহ দাখিলকৃত কাগজপত্রের ভিত্তিতে প্রবিধানমালা এস.আর.ও নং -১৫৩/আইন/২০০৯ এর ৭ও৮ ধারা অনুযায়ী বিঅ-৬/৫৫৯২/৩৭.১১.৪০৪১.৫০১.০১.৬.২০.১১৯৩২ নং স্বারকে ১২ সদস্য বিশিষ্ট লক্ষীপুর হাসানবাগ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি অনুমোদন দেওয়া হয়।
কমিটির অনান্যরা হলেন- সাধারণ শিক্ষক সদস্য মোহাম্মদ এরশাদ ও রফিকুল ইসলাম, সংরক্ষিত মহিলা শিক্ষক সদস্য রিনা খাতুন, অভিভাবক সদস্য আলতাফ হোসেন, আলী হোসেন, রহিদুল ইসলাম, নূর ইসলাম, সংরক্ষিত মহিলা অভিভাবক সদস্য শিল্পী খাতুন, দাতা সদস্য মিজানুর রহমান এবং পদাধিকার বলে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য সচিব প্রধান শিক্ষক।
বিদ্যালয়ের নব মনোনীত সভাপতি আনিসুর রহমান বিকাশ বঙ্গবন্ধুর আদর্শের পরিক্ষিত একজন সৈনিক। আওয়ামী লীগ বিরোধী দলে থাকা অবস্থায় তিনি ছাত্রলীগের গুরুত্বপূর্ণ পদে থেকে লড়াই সংগ্রাম চালিয়ে গেছেন। এই আনিসুর রহমান বিকাশ কুষ্টিয়া সদর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও দৈনিক সময়ের কাগজ পত্রিকার সহ-সম্পাদক হিসাবে সফলতার সহিত দায়িত্ব পালন করে চলেছেন। ইতিপূর্বেও তিনি ৩বার সফলভাবে এই বিদ্যালয়ের সভাপতির দায়িত্ব পালন করেছেন।
দৈনিক দেশতথ্য//এল//

Discussion about this post