সুদীপ্ত শাহীন, লালমনিরহাট: জেলার পাটগ্রাম উপজেলার বাউরায় ফেসবুকে ইসলাম ধর্মকে নিয়ে কটূক্তি করায় পরিমল শর্মা(২৭) নামে এক যুবক জেল হাজতে পাঠিয়েছে আদালত।
এই ইউপির পাশে বুড়িমারীতে গুজব ছড়িয়ে গত বছর এক অধ্যাপককে পুড়িয়ে হত্যা করা হয়। একই ধরণের ঘটনার পুণরায় ঘটনানোর চেষ্টা।
জানা গেছে, পরিমল শর্মা(২৭) জেলার পাটগ্রাম উপজেলার বাউড়া উনিয়েনের রসুলপুর গ্রামের ৮ নং ওয়াার্ডের গৌরচন্দ্র শর্মা পুত্র। বাউরা বাজারের নর সুন্দর (নাপিত) কাজ করে। শেষ বিকেলের আলো’ নামের ফেসবুক আইডি খুলে সে। সেই আইডি হতে লাগাতার ভাবে ইসলাম ধর্মকে নিয়ে কটুক্তি করে আসছিল।
মঙ্গলবার রাতে বাউরা ইউনিয়নে এশার নামাজ পরপর পুনরায় ফেসবুকে ইসলাম ধর্মকে নিয়ে কটুক্তি কওে পোষ্ট দেয়। তখন বাউরা বাজারে মুসল্লীরা এশার নামাজ শেষে ধর্ম নিয়ে মন্তব্য করায় যুবককে গ্রেফতারের দাবিতে বিক্ষোভ মিছিল করে।
পুলিশ ও বাউরা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ রবিউল ইসলাম মিরন কে সাথে নিয়ে অভিযুক্ত কে গ্রেফতার করার প্রতিশ্রুতি দিয়ে পরিস্থিতি শান্ত করে।
পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওমর ফারুক জানান, বুধবার ধর্ম অবমাননার মামলায় হয় ও তাকে আটক করা হয়। এখন সে জেল হাজতে রয়েছে। ২০১৮ সালে পবিত্র কোরআন শরিফ অবমাননার মিথ্যে গুজুব সৃষ্টি করে এক কলেজের অধ্যাপকে পুড়িয়ে পাশের ইউনিয়ন বুড়িমারীতে হত্যার ঘটনা ঘটে।
দৈনিক দেশতথ্য//এসএইচ//