Print Date & Time : 6 July 2025 Sunday 12:34 am

ফেসবুকে প্রধানমন্ত্রীকে গালি দেয়ায় একজন গ্রেপ্তার

আব্দুল আলিম,  মেহেরপুর ।। মেহেরপুরে ফেসবুক লাইভে এসে প্রধানমন্ত্রীকে অকথ্য ভাষায় গালি দেয়ায় আবু তালেব (৪৫) নামের একজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ।

বুধবার (১০ আগষ্ট) রাত সাড়ে নয়টার দিকে তাকে জেলার গাংনী উপজেলার সহগোলপুর থেকে গ্রেপ্তার করা হয়। আবু তালেবের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইন ও রাষ্টদ্রোহের মামলা রুজু করা হয়েছে। সে গাংনীর গাড়াবাড়িয়া গ্রামের হারুন অর রশীদের ছেলে।

জেলা গোয়েন্দা পুলিশের ওসি সাইফুল ইসলাম জানান, তেলের মূল্য বৃদ্ধি পাওয়ায় আবু তালেব তার ফেসবুক লাইভে এসে প্রধানমন্ত্রীকে গালাগালি করেন। ৫০ সেকেন্ডের এ ভিডিওটি মুহুর্তেই ভাইরাল হয়। এটি রাষ্ট্রদ্রোহের শামিল। পুলিশের উর্ধ্বতন কর্মকর্তার নির্দেশে তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছিল। বুধবার রাতে আবু তালেব সহোগলপুরে অবস্থান করছেন মর্মে সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গাংনী থানার ওসি আব্দুর রাজ্জাক জানান, আবু তালেবের বিরুদ্ধে গাংনী থানায় ডিজিটাল নিরাপত্তা আইন ও রাষ্টদ্রোহের মামলা রুজু করা হয়েছে। এ মামলায় বৃহষ্পতিবার (১১ আগষ্ট) সকালে তাকে মেহেরপুর আদালতে প্রেরণ করা হয়।

আর//দৈনিক দেশতথ্য/১১ আগষ্ট-২০২২