Print Date & Time : 20 April 2025 Sunday 8:46 am

ফেসবুকে মহানবী (সাঃ) কে সম্পর্কে কটুক্তি করায় যুবক কারাগারে

মাহাবুল ইসলাম, গাংনী, মেহেরপুর: মেহেরপুরে মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) কে নিয়ে ফেসবুকে কটুক্তিমূলক লেখা প্রকাশ করায় সাদ্দাম হোসেন ওরফে মিঠুন শাহাকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়।

আদালত শনিবার (৩ ফেব্রুয়ারি) মিঠুন শাহাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। গত শুক্রবার মেহেরপুর সদর উপজেলার চাঁদবিল গ্রাম থেকে মিঠুন শাহাকে আটক করা হয়। সে ওই গ্রামের মিঠুর ছেলে।

মিঠুন শাহা তার ফেসবুক আইডিতে মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) কে নিয়ে কটুক্তি করে। লেখাটি বিভিন্ন মহলে ছড়িয়ে পড়ে। এতে চাঁদবিল গ্রামে ব্যাপক উত্তেজনা দেখা দেয়। এরপর সদর থানার পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে আসে। পরে তার নামে একটি মামলা দায়ের হয়। শনিবার মিঠুন শাহ আদালতে ১৪৪ ধারায় জবানবন্দী দেন। পরে আদালত তাকে কারাগারে পাঠাবার নির্দেশ দেন।

এবি//দৈনিক দেশতথ্য//ফেব্রুয়ারি ৩,২০২৪//