Print Date & Time : 4 September 2025 Thursday 9:58 pm

বইয়ের ভেতর অস্ত্র পাচার, গ্রেপ্তার ১

রাজশাহীতে অভিনব কায়দায় বইয়ের ভিতর চেম্বার করে অস্ত্র বহনের প্রস্তুতির সময় এক অস্ত্র ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

শনিবার সন্ধ্যা ৭ টার দিকে রাজশাহী মহানগরীর কাঁটাখালির আবাহাওয়া অফিস এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আটককৃত অস্ত্র ব্যবসায়ী নগরীর মতিহার থানার ধরমপুর পূর্ব পাড়ার শাহজাহান আলীর ছেলে মো. সাদ্দাম (৩৫)।

র‌্যাব-৫ জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাজশাহী মহানগরীর কাঁটাখালি থানাধীন এলাকায় অভিযানে অস্ত্র ব্যবসায়ী মোঃ সাদ্দাম কে আটক করে।

পরে তাকে তল্লাশী করে লাল রংয়ের শপিং ব্যাগের ভিতর পেপার দ্বারা মোড়ানো পাঞ্জেরী মাধ্যমিক বাংলা বই এর ভিতরে পাতা কাটানো বিশেষ কায়দায় ১টি বিদেশী ৯ এমএম পিস্তল, ১টি ম্যাগজিন, ৫ রাউন্ড ৯ এমএম গুলি উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে অস্ত্র, ম্যাগজিন, অস্ত্রের গুলিগুলো বিক্রয়ের উদ্দেশ্যে নিজ হেফাজতে রাখার কথা স্বীকার করে।
তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করে কাঁটাখালি থানায় হস্তান্তর করা হয়েছে বলে র‌্যাব সূত্র জানায়।

দৈনিক দেশতথ্য//এইচ/