আবু সাঈদ গাজীপুর সংবাদদাতা: গাজীপুরে বকেয়া বেতনের দাবিতে ন্যাশনাল কেমিক্যাল মেনুফ্যাকচারিং কোম্পানি লি: এর শতাধিক শ্রমিক অবস্থান কর্মসূচি করেছে।
মঙ্গলবার দুপুর ১২ টা থেকে গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ব্যানারসহ অবস্থান করতে দেখা গেছে।
এর আগে, আজ সকাল ৮ টা থেকে গাজীপুর সিটি করপোরেশন বাসন থানা বড়বাড়ী এলাকায় ন্যাশনাল কেমিক্যাল মেনুফ্যাকচারিং কোম্পানি লিমিটেডের সামনে বিক্ষোভ করেছে। পরে কোম্পানি কর্তৃপক্ষ কোনো সাড়া না দিলে শ্রমিকেরা একটি মিছিল নিয়ে জেলা প্রশাসক এর কার্যালয়ের সামনে গিয়ে অবস্থান করে।
গাজীপুরের শিল্প পুলিশের পরিদর্শক রেজাউল করীম জানান, কোম্পানি শ্রমিকদের বেতন দিচ্ছে না। এ বিষয়ে শিল্প পুলিশের অতিরিক্ত সহকারী পুলিশ সুপার মোশাররফ হোসেন বিস্তারিত বলতে পারবেন।মালিকের সাথে কথা বলে সমস্যা সমাধানে শিল্প পুলিশের মিটিং এ বিষয়ে আলোচনা হবে।
ন্যাশনাল কেমিক্যাল মেনুফ্যাকচারিং কোম্পানি লিমিটেড শতাধিক শ্রমিকের দাবি, বেআইনি লে অফ প্রত্যাহার করে পাঁচ মাসের বকেয়া বেতন ও ঈদ বোনাস পরিশোধ করতে হবে।
শ্রমিকেরা জানায়, ঈদের আগে আমাদেরকে বেতন বোনাস পরিশোধ করতে হবে। আমরা আর কতদিন অনাহারে অর্ধাহারে দিন কাটাবো। আমাদের বেতন বোনাস পরিশোধ করা না হলে আমরা আরো বড় পরিসরে আন্দোলনে যাব।
বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্রের গাজীপুর জেলা কমিটির সদস্য মোহাম্মদ জালাল হাওলাদার জানান, গত পাঁচ মাস আগে শ্রমিকদের কে বেতন দেওয়া হয়েছিল। এরপর থেকে শ্রমিকদের কোন বেতন দেওয়া হচ্ছে না। শ্রমিকেরা ভাড়া বাসায় বসবাস করছে। বেতন ছাড়াই কোনরকম মানবেতর জীবন যাপন করছে। গাজীপুর মহকুমা সদর দপ্তর সাইনবোর্ড’ এর নিচে হাতে লাঠি হাতে লাল কাপড় নিয়ে সকাল থেকে বসে থাকতে দেখা গেছে।
ন্যাশনাল কেমিক্যাল মেনুফ্যাকচারিং কোম্পানি লিমিটেড শ্রমিক ইউনিয়ন সভাপতি মাহফুজুল ইসলাম ও সাধারণ সম্পাদক রাসেল মিয়াকে শ্রমিকদের সাথে অবস্থা করতে দেখা গেছে। ন্যাশনাল কেমিক্যাল মেনুফ্যাকচারিং কোম্পানি লিমিটেডের মালিক এম এস এন বুলু এর মুঠো ফোন বন্ধ পাওয়া গেছে।
দৈনিক দেশতথ্য//এইচ//

Discussion about this post