Print Date & Time : 20 April 2025 Sunday 8:50 am

বখাটেদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে দলবেঁধে থানায় গেছিল স্কুল ছাত্রীরা

বখাটেদের অত্যাচার সইতে না পেরে ভোটমারী উচ্চ বিদ্যালয়ের স্কুল ছাত্রীরা হাতীবান্ধা থানায় দলবেঁধে গিয়ে অভিযোগ দায়ের করেছে। ঘটনাটি ঘটেছে আজ শনিবার সকালে । এই ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
জেলার হাতীবান্ধা উপজেলার ভোটমারী উচ্চ বিদ্যালয়ে প্রায় শতাধিক শিক্ষার্থীরা তিস্তা নদীর দূর্গম চরা ল হতে প্রতিদিন স্কুলে আসে। এই সব শিক্ষার্থীদের মধ্যে কিশোরী শিক্ষার্থী বেশী। স্কুলে যাওয়া আসার পথে চরা লের ও কাইমের কিছু বখাটে যুবক তাদের নিত্যদিন উত্যক্ত করে আসছিল।

গত বৃহস্পতিবার চরা লের এক শিক্ষার্থীকে বখাটেরা উত্যক্ত করলে সে তার পরিবারকে জানায়। কিশোরী শিক্ষার্থীর বাবা কে বিষয়টি জানান। কিশোরীর বাবা বখাটেদের জিজ্ঞাসা করতে গেলে বখাটেরা ঐ শিক্ষার্থীর বাবা কে গাছের সাথে বেঁধে নির্যাতন করে। উল্টো মিথ্যা মামলায় হয়রানি করার ভয় দেখায়। এই বখাটেদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে ভোটমারী স্কুলের শিক্ষার্থীরা হাতীবান্ধা থানায় অভিযোগ দায়ের করতে উপস্থিত হয়েছে। হাতীবান্ধা থানার ওসি শাহ আলম জানান, অভিযোগটি খুব গুরুত্বসহকারে গ্রহন করা হয়েছে। এই সব বখাটেদের দমনে তাদের আইনের আওতায় নেয়া হবে।

এবি//দৈনিক দেশতথ্য//মে ১৮,২০২৩//