Print Date & Time : 10 May 2025 Saturday 6:46 pm

বগুড়ায় ক্যারিয়ার গড়তে সিএমএ পেশা বিষয়ে সেমিনার

কোনো প্রতিষ্ঠানের ব্যয় নিরীক্ষা ও ব্যবসায়-বাণিজ্যে নিয়োজিত প্রতিষ্ঠানের হিসাব বিভাগ, প্রশাসনসহ কর্মরতদের জন্য একটি কোর্স হচ্ছে সিএমএ। সিএমএ হচ্ছে কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টসের সংক্ষিপ্ত রূপ। নিজেদের এগিয়ে রাখতে সদ্য এইচএসসি অথবা স্নাতক শেষ করা শিক্ষার্থীরা ও করতে পারেন কোর্সটি। বিশ্বস্বীকৃত এই পেশাগত ডিগ্রিটি বাংলাদেশে প্রদান করে থাকে দি ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টস অব বাংলাদেশ সংক্ষেপে যা আইসিএমএবি নামে পরিচিত।

আইসিএমএবি বাণিজ্য মন্ত্রণালয়ের নিয়ন্ত্রাণাধীনে পরিচালিত একটি স্বায়ত্বশাসিত পেশাগত শিক্ষা প্রতিষ্ঠান। এ ইনস্টিটিউট কস্ট এন্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্সি বিষয়ে সর্বোচ্চ পেশাগত ডিগ্রি প্রদান ও গবেষণার মাধ্যমে দেশে কস্ট এন্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্সি পেশার উন্নয়নের জন্য নিয়োজিত। আইসিএমএবি “কস্ট এন্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস্ আইন-২০১৮” এর আওতায় বাংলাদেশে কস্ট এন্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং পেশার উন্নয়ন, নিয়ন্ত্রণ ও প্রসার এর লক্ষ্যে দেশের সর্বোচ্চ ডিগ্রি প্রদান এবং এতদ্বিষয়ে গবেষণা ও প্রশিক্ষণ প্রদানকারী একমাত্র সংবিধিবদ্ধ প্রতিষ্ঠান।

শনিবার সরকারি আজিজুল হক কলেজ বগুড়ায় “ক্যারিয়ার গড়তে সিএমএ পেশা” বিষয়ক একটি ক্যারিয়ার কাউন্সেলিং সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সেমিনারে উপস্থিত ছিলেন আইসিএমএবি’র প্রেসিডেন্ট মো. মামুনুর রশীদ এফসিএমএ, ভাইস প্রেসিডেন্ট ইমতিয়াজ আলম এফসিএমএ এবং সেক্রেটারি এ কে এম কামরুজ্জামান এফসিএমএ। সভাপতিত্ব করেন করেজের হিসাব বিজ্ঞান বিভাগের সাবেক বিভাগীয় প্রধান অধ্যাপক তফিজুর রহমান।

আইসিএমএবি প্রেসিডেন্ট তার বক্তবে সিএমএ পেশার বিভিন্ন দিক তুলে ধরেন। তিনি বলেন, বিভিন্ন বহুজাতিক প্রতিষ্ঠান, ব্যবসায় ও বাণিজ্যক প্রতিষ্ঠানের হিসাব বিভাগ, শিল্পপ্রতিষ্ঠানের উৎপাদন বিভাগসহ প্রশাসন বা অন্যান্য বিভাগেও সিএমএ ডিগ্রি অর্জনকারীদের বিশেষ চাহিদা রয়েছে। এ ছাড়া বিভিন্ন উন্নয়ন সংস্থায়ও সিএমএদের কাজের ক্ষেত্র বাড়ছে। তা ছাড়া  আইসিএবি স্বীকৃত কস্ট অডিট ফার্ম অথবা নিজেই স্বাধীনভাবে একটি ফার্ম খুলে বসতে পারেন ব্যবসা-বিশ্লেষণ, কর পরামর্শ, ব্যবস্থাপনা পরামর্শ এবং আর্থিক বিশ্লেষণসহ বিভিন্ন সেবা দেওয়ার জন্য। এ ছাড়া নিজে উদ্যোক্তা হতে চাইলেও করতে পারেন কোর্সটি।

সেমিনারে প্রধান অতিথি সরকারি আজিজুল হক কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. শাজাহান আলী বলেন, এমন একটি অনুষ্ঠান আয়োজনের জন্য আইসিএমএবি এর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং  নিয়মিত বিরতিতে এই ধরনের অনুষ্ঠান আয়োজনের অনুরোধ জানান। বিশেষ অতিথি ছিলেন কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক আব্দুল কাদের।

আইসিএমএবি-এর একাডেমিক অ্যাফেয়ার্স ডিভিশনের পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ জাকারিয়া মাসুদ এফসিএমএ সেমিনারে এ বিষয়ে প্রবন্ধ উপস্থাপন করেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কলেজের মার্কেটিং বিভাগের প্রধান সহকারী অধ্যাপক মো. ইব্রাহিম হোসেন।

ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক মো. রেজাউন নবী, হিসাব বিজ্ঞান বিভাগের অলোক কুমার পোদ্দার, ফিনান্স ও ব্যাংকিং  বিভাগের মো. মোকলেছুর রহমানসহ বিভিন্ন অনুষদের অধ্যাপক বৃন্দ সেমনিারে উপস্থিত ছিলেন। ব্যবসায় অনুষদসহ অন্যান্য অনুষদের ছাত্র-ছাত্রীগণ এই প্রোগ্রামে অংশগ্রহণ করে এবং সিএমএ সম্পর্কে জানতে বিভিন্ন প্রশ্ন উত্থাপন করে।

এবি//দৈনিক দেশতথ্য//জুলাই ২৫,২০২২//