নিজস্ব সংবাদদাতা, লালমনিরহাট:বগুড়ায়র ওয়াজেদ হোসেন ঝন্টু (২৮) বালু ব্যবসায়ী হত্যাকান্ডের প্রধান আসামি আব্দুর রহমান (২৭) গ্রেফতার করেছে র্যাব।
রংপুর র্যাব-১৩ রবিবার রাতে লালমনিরহাট শহরের খাতাপাড়া হতে আটক করে।
আটককৃত যুবক বগুড়া সদর উপজেলার ভাটকান্দি (দক্ষিণ পাড়া) এলাকার ইউসুফ আলী ছেলে।
রংপুর র্যাব-১৩ সূত্রে জানায়, গত ৩ সেপ্টেম্বও শনিবার বগুড়া সদরের ২১ নং ওয়ার্ডের ভাটকান্দিতে হোটেলে নাস্তার টেবিলে ঝন্টুকে খুন করে দূর্বৃত্তরা। জলাশয় থেকে মাছ ধরা কে কেন্দ্র করে দুর্বৃত্ত তাকে খুন করে বীরদর্পে হোটেল ত্যাগ করে। স্থানীয়রা রক্তাক্ত ঝন্টুকে উদ্ধার করে বগুড়া শজিমেক হাসপাতালে নিয়ে যায়। চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। নিহত ওয়াজেদ হোসেন ঝন্টু পেশায় বালু ব্যবসায়ী। বগুড়া সদরের ভাটকান্দি পূর্বপাড়ার আফজাল হোসেনের ছেলে। প্রধান আসামি আব্দুর রহমানকে করে আত্মগোপন কওে থাকা অবস্থায় সাড়ে ৪ মাস পর র্যাব-১৩ আটক করে। সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) ফ্লাইট লেফটেন্যান্ট মাহমুদ বশীর আহমেদ বিষয়টি নিশ্চিত করেছে।
দৈনিক দেশতথ্য//এসএইচ//

Discussion about this post