বগুড়ায় বসুন্ধরা গ্রুপের সহায়তায় শুভসংঘ একদিনে বগুড়ার তিন উপজেলায় এক হাজার ৩০০ পরিবারকে ত্রাণ হিসেবে খাদ্যসামগ্রী দিয়েছে।
বুধবার (২৮ জুলাই) সকাল সাড়ে ১১টার দিকে বগুড়া জিলা স্কুল মাঠে সদর উপজেলার ৭০০ অসহায় ও দুস্থ পরিবারকে ত্রাণ দেওয়া হয়েছে। ত্রাণ বিতরণে সহায়তা করেছে শুভসংঘ। একই দিন দুপচাঁচিয়া উপজেলায় ৩০০ এবং আদমদীঘি উপজেলায় ৩০০ পরিবারকে এই ত্রাণ দেওয়া হয়েছে। এসময় সকলের মধ্যে মাস্ক বিতরণ করা হয়েছে। একই সাথে করোনা সুরক্ষায় সচেতনতামূলক পরামর্শ দেওয়া হয়। খাদ্যসামগ্রী মধ্যে ছিল ১০ কেজি চাল ৩ কেজি ডাল আর ৩ কেজি আটা। রাজশাহী বিভাগে কালের কন্ঠ শুভসংঘের মাধ্যমে বসুন্ধরা গ্রুপ বগুড়া জেলায় ৪ হাজার ও রাজশাহী বিভাগে ২৪ হাজার পরিবারকে ত্রাণ দিবে।
আদমদীঘি উপজেলায় খাদ্যসামগ্রী বিতরণকালে কালের কণ্ঠ শুভসংঘের পরিচালক জাকারিয়া জামান বলেন, বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যানের নির্দেশনায় কালের কন্ঠ শুভসংঘ দেশের অসহায় মানুষের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করছে। এসময় উপস্থিত ছিলেন কালের কন্ঠ’র ব্যুরো প্রধান লিমন বাসার শুভসংঘের কেন্দ্রীয় কমিটির সদস্য শরীফ মাহ্দী আশরাফ জীবন ছাতিয়ানগ্রাম ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান জাহাঙ্গীর আলম পৌরসভার কাউন্সিলর নজরুল ইসলাম সান্তাহার শহর প্রেসক্লাবের সভাপতি জিল্লুর রহমান শুভসংঘের বগুড়া জেলা শাখার সাধারণ সম্পাদক শিশির মুস্তাফিজ। অন্যান্যদের মধ্যে মশিউর রহমান জুয়েল শুভসংঘের আদমদীঘি উপজেলা শাখার উপদেষ্টা ইঞ্জিনিয়ার নজরুল ইসলাম নাহিদা সুলতানা তৃপ্তি লায়ন ফরিদ আহমেদ সভাপতি জিল্লুর রহমান সহ সভাপতি আহসান হাবীব তুহীন জাহাঙ্গীর আলম শাহিনা জোয়াদ্দার রুবেল ছোটন সুমন মিনি শাকিল মুক্তার তনু মিশু শামিম সোহাগ জিকু সাগর হাবীব উত্তরা ইউনিভার্সিটির সাবেক সভাপতি আলমগীর হোসেন রনি ও গণবিশ্ববিদ্যালয় শাখার অর্থ সম্পাদক মিম খান প্রমূখ উপস্থিত ছিলেন।
এর আগে রংপুর বিভাগের ৮টি জেলায় ২৪ হাজার অসহায় ও অতিদরিদ্র পরিবারের মাঝে বসুন্ধরা গ্রুপের ত্রাণ সামগ্রী বিতরণ করা হেয়েছে।
সংবাদটি সম্পাদনা করেছে দৈনিক দেশতথ্যের ঢাকা অফিস।
![প্রিন্ট করুন প্রিন্ট করুন](https://dailydeshtottoh.com/wp-content/plugins/wp-print/images/printer_famfamfam.gif)
Discussion about this post