কুষ্টিয়া প্রতিনিধি: বঙ্গবন্ধুর জন্মদিনে কুষ্টিয়া কুওয়াতুল ইসলাম কামিল মাদ্রাসায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ ১৭ মার্চ বৃহস্পতিবার সকাল ১০টায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২ তম জন্মদিন এবং জাতীয় শিশু দিবস-২০২২ উপলক্ষে এইা সভা ও দোয়া মাহফিল প্রতিষ্ঠানের হল রুমে এ অনুষ্ঠানটি হয়েছে। অনুষ্ঠানে কেরাত, কুইজ, কবিতা আবৃতি, উপস্থিত বক্তৃতা ও রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। শিক্ষকদের মধ্যে বক্তব্য রাখেন মোছাঃ জেসমিন আরা খাতুন, রাশেদ আলী, নাসিমায়ে গুলশান আরা ও মু: জাকির হোসেন। সঞ্চালনা করেন মোঃ শফিকুল ইসলাম। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ও দোয়া-মোনাজাত পরিচালনা করেন মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোঃ তারিকুর রহমান। সংবাদ বিজ্ঞপ্তি।
দৈনিক দেশতথ্য//এল//