‘একের রক্ত অন্যের জীবন, রক্তই হোক আত্মার বাধন’ শ্লোগান ধারন করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘জুলিও কুরি’ পদক প্রাপ্তির ৫০বছর পুর্তি উপলক্ষ্যে শিক্ষার্র্থীদের রক্তের গ্রুপ নির্নয় ও রক্তদান বিষয়ে সচেতনতা গড়ে তোলার লক্ষ্যে কুষ্টিয়া সরকারি মহিলা কলেজে এ কর্মসূচি পালিত হয়েছে।
রববিার (২৮ মে) বেলা ১১টায় কুষ্টিয়া সরকারি মহিলা কলেজ চত্বরে এ কর্মসূচি পালিত হয়েছে। ১১টা থেকে শুরু হওয়া এ কর্মসূচি শেষ হয়েছে বিকাল ৫ টায়।
কুষ্টিয়া সরকারী মহিলা কলেজের অধ্যক্ষ অধ্যাপক শিশির কুমার রায়ের উদ্বোধনের মধ্যদিয়ে উৎসব মূখর পরিবেশে কুষ্টিয়া মেডিকেল কলেজ সন্ধানী ইউনিট এবং রেড ক্রিসেন্ট এর কর্মীরা এই কর্মসূচীতে কাজ করেন।
এ কর্মসূচিতে উপস্থিত ছিলেন কুষ্টিয়া মেডিকেল কলেজের ফিজিওলজি বিভাগের প্রভাষক ডা. এ জে এম মুছাদ্দেক রেজা, কুষ্টিয়া মেডিকেল কলেজের এ্যানেস্থেসিয়োলজি বিভাগের সহকারী অধ্যাপক ডা. মোহাঃ ইকবাল কবির ও সন্ধানী কুষ্টিয়া মেডিকেল কলেজ ইউনিটের সভাপতি: মোঃ সাব্বির হোসেন, সহ-সভাপতি: মাহমুদুল হাসান, সাধারণ সম্পাদক: মুকাররাবিন হক নিবিড়, রোগীকল্যাণ সম্পাদক: মেহেদি হাসান রুমান সহ অন্যান্য কার্যকরী সদস্য আতিক, প্রতীক, শ্রাবণী, নাহিয়ান, মেহেদি, আশরাফুল, রাসেল, ফাহিম, মিমি, অরা, হিয়া, তন্দ্রা, মিতুল উপস্থিত ছিলেন।
এই কর্মসূচীতে শিক্ষক শিক্ষার্থীদেরও উৎসবমূখর অংশ গ্রহনের মধ্য দিয়ে এ কমসূচি পালিত হয়েছে। এছাড়া দিবসটি পালনে কুষ্টিয়া জেলা প্রশাসনের উদ্যোগে শিল্পকলা একাডেমীতেও নানা আয়োজন নানা আয়োজনে মধ্যদিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘জুলিও কুরি’ পদক প্রাপ্তির ৫০বছর পুর্তি উৎসব পালিত হয়েছে।
খালিদ সাইফুল, দৈনিক দেশতথ্য, ২৮ মে ২০২৩

Discussion about this post