Print Date & Time : 9 May 2025 Friday 9:30 pm

বঙ্গবন্ধুর ‘জুলিও কুরি’ শান্তি পদক প্রাপ্তির ৫০ বছর পূর্তি উদযাপন

মো.আলাউদ্দীন, হাটহাজারীঃ
হাটহাজারীতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘জুলিও কুরি’ শান্তি পদক প্রাপ্তির ৫০ বছর পূর্তি উপজেলা প্রশাসনের আয়োজনে উদযাপন করা হয়েছে।

রবিবার (২৮ মে) সকাল ১১ টার দিকে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ উপলক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো.শাহিদুল আলমের সভাপতিত্বে এতে
বক্তব্য রাখেন, সহকারী কমিশনার ভূমি আবু রায়হান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রশ্মি চাকমা, উপজেলা ভাইস চেয়ারম্যান নুরুল আলম বাসেক, মহিলা ভাইস চেয়ারম্যান মুক্তার বেগম, নাঙ্গলমোড়া ইউপি চেয়ারম্যান হারুনুর রশিদ, গুমাণমর্দ্দন ইউপি চেয়ারম্যান মুজিবুর রহমান, ফতেপুর ইউপি চেয়ারম্যান জায়নুল আবেদীন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার নুরুল আলম, ডেপুটি কমান্ডার হোসেন মাস্টার, মুক্তিযোদ্ধা ইসমাইল মুহুরী, জহুরুল আলম প্রমূখ।

বক্তারা বলেন, নিপীড়িত, নিষ্পেষিত, শোষিত, বঞ্চিত বাংলার মানুষের অধিকার আদায়ের লক্ষ্যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডাক দিয়েছিলেন স্বাধীনতা সংগ্রামের। তার ডাকে সাড়া দিয়ে বাংলার সর্বস্তরের মানুষ নয় মাস যুদ্ধ করে দেশ স্বাধীন করেন। স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠার পর বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সব ধরনের কর্তৃত্ববাদ ও সাম্রাজ্যবাদ পরিহার করে বন্ধুত্বের ভিত্তিতে দেশ পরিচালনা করে বিশ্বের সুনাম অর্জন করেন। আর বিশ্বমানবতায় অসামান্য অবদান রাখার কারণে বিশ্বশান্তি পরিষদ বঙ্গবন্ধুকে ১৯৭৩ সালের ২৩ মে ‘জুলিও কুরি’ পদকে ভূষিত করেন।

অনুষ্ঠান শেষে বঙ্গবন্ধু জুলিও কুরি প্রাপ্তি নিয়ে শিক্ষার্থীদের রচনা, কুইজ ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

দৈনিক দেশতথ্য//এইচ//