Print Date & Time : 10 May 2025 Saturday 8:00 pm

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পূজা উদযাপন পরিষদের শ্রদ্ধা নিবেদন

 টাঙ্গাইলের মির্জাপুরে উপজেলা পরিষদ চত্তরে মুক্তর মঞ্চে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা  ও প্রেস ক্লাবে পরিচিত অনুষ্ঠান করেচেণ উপজেলা পূজা উদযাপন পরিষদের আহবায়ক কমিটির সদস্যবৃন্দ। আজ বৃহস্পতিবার সকাল নয়টার নেতৃবৃন্দ মুক্তির মঞ্চে শ্রদ্ধা জানান। ফরে উপজেলা নির্বাহী অফিসার মো. হাফিজুর রহমানের সঙ্গে সৌজন্য স্বাক্ষত করে তাকে ফুলের শুভচ্ছা জানান। সৌজন্য স্বাক্ষাতের সময় নেতৃবৃন্দ পৌরসভা ও ১৪ ইউনিয়িনে ২৫৬ পূজা মন্ডপে সার্বিক সহযোগিতা করার জন্য প্রশাসনের কর্মকর্তাদের অনুরোধ জানান।

এ সময় উপজেলা পূজা উদযাপন পরিষদের আহবায়ক সুরঞ্জন শেঠ তাপস, সদস্য সচিব সুশিল সরকার, বিকাশ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক বাবু বিকাশ গোষ্মামী, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের মির্জাপুর উপজেরা শাখার সাবেক সাধারন সম্পাদক প্রমথেস গোষ্মামী সংকর, হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের নেতা ও প্রেস ক্লাবের সভাপতি নিরঞ্জন পালসহ আহবায়ক কমিটির সকল নেতৃবৃন্দে উপস্থিত ছিলেন।

অপর দিকে বেলা এগারটায় মির্জাপুর প্রেস ক্লাব মিলনায়তনে পূজা উদযাপন পরিষদের আহবায়ক কমিটির পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। বক্তব্য রাখেন, মির্জাপুর সরকারী কলেজের সাবেক অধ্যাপক শক্তিপদ ঘোষ, বাবু উত্তম কুমার সেন লালু, সচিব বাবু সরঞ্জন শেঠ তাপস, সদস্য সচিব সুশিল সরকার ও বিকাশ গোষ্মামী প্রমুখ।

এবি//দৈনিক দেশতথ্য//সেপ্টম্বর ২২,২০২২//