টাঙ্গাইলের মির্জাপুরে আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সম্মেলন প্রস্তুতি কমিটির নবনির্বাচিত আহবায়ক অপু শেখের নেতৃত্বে স্বেচ্ছাসেবকলীগের নেতাকর্মীরা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছে। বৃহস্পতিবার (৮ জুন) বিকেলে মির্জাপুর পুরাতন বাস স্টেশনের উত্তর পাশে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে জাতির জনকের প্রতিকৃতিতে এ শ্রদ্ধা জানানো হয়। এ সময় স্বেচ্ছাসেবকলীগ নেতা সাজিবসহ ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
গত ৫ জুন স্বেচ্ছাসেবকলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু এবং সাধারণ সম্পাদক এ. কে. এম আবজালুর রহমান বাবুর নির্দেশক্রমে উপ-ধর্ম বিষয়ক সম্পাদক অধ্যক্ষ শ্যামল গোষ্মামী স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে মির্জাপুর উপজেলার আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সম্মেলন প্রস্তুতি কমিটির অপু শেখকে আহবায়ক করা হয়।
অপর দিকে আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সম্মেলন প্রস্তুতি কমিটির নবনির্বাচিত আহবায়ক অপু শেখসহ কমিটির সকল সদস্যদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন টাঙ্গাইল-৭ মির্জাপুর আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য খান আহমেদ শুভ এমপিসহ নেতাকর্মীরা।
এবি//দৈনিক দেশতথ্য//জুন ০৮,২০২৩//

Discussion about this post