Print Date & Time : 10 May 2025 Saturday 9:48 pm

বঙ্গবন্ধুর ম্যুরালে সিদ্ধিরগঞ্জ থানা যুবলীগের পুষ্পস্তবক অর্পণ

রুম্মান দেওয়ান, সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি : স্বাধীনতার স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করেছে সিদ্ধিরগঞ্জ থানা যুবলীগের পুষ্পস্তবক অর্পণ ।

সোমবার (১৫ আগস্ট) রাত ১২:০১ মিনিটে সুমিলপাড়ায় আওয়ামী যুবলীগের অফিসের সামনে স্থাপিত ম্যুরালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী যুবলীগের উদ্যোগে বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী যুবলীগের সংগ্রামী সভাপতি ও নাসিক ৬নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব মতিউর রহমান মতি, সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বাবু কালিপদ মল্লিক, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক হোসেন আলম মেম্বার, দৈনিক স্বাধীন বাংলাদেশ পত্রিকার প্রকাশক আশরাফ উদ্দিন, শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ নারায়ণগঞ্জ জেলার সাবেক সভাপতি জোবায়ের আলম হীরা, সুমিলপাড়া ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক হাজী মানিক মাস্টার, শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ নারায়ণগঞ্জ জেলার সাধারণ সম্পাদক প্রকৌশলী আল মামুনুর রশিদ, সিদ্ধিরগঞ্জ থানা শাখার সভাপতি আকতার হোসেন, আইনুল হক, রবিউল আলম, আ: কাদির, স্বেচ্ছাসেবক লীগ নেতা ফিরোজ আহম্মেদ, মোল্লা ওহাব, জসীম, সিদ্ধিরগঞ্জ থানা তাঁতী লীগ নেতা হাবিবুর রহমান, প্রচার সম্পাদক বশির মিয়া, উপ-প্রচার সম্পাদক জামাল সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

দৈনিক দেশতথ্য//এল//