জাতীয় প্রেস ক্লাবের নবনির্বাচিত ব্যবস্থাপনা কমিটি আজ সোমবার টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন। সভাপতি ফরিদা ইয়াসমিন ও সাধারণ সম্পাদক শ্যামল দত্তের নেতৃত্বে ক্লাবের নবনির্বাচিত কর্মকর্তা ও সদস্যরা প্রথমে সমাধির বেদিতে ফুল দেন। এরপর তাঁরা বঙ্গবন্ধুসহ ১৫ আগস্টের শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করেন। পরে ১৫ আগস্টের এবং মহান মুক্তিযুদ্ধের শহীদদের আত্মার শান্তি কামনা করে মোনাজাত করা হয়।
দৈনিক দেশতথ্য//এসএইচ//