ঝিনাইদহ প্রতিনিধিঃ ঝিনাইদহ জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ড.এম হারুন-অর রশীদ বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন।
শপথ গ্রহন শেষে জেলা পরিষদের দায়িত্বভার গ্রহন করে প্রথমেই তিনি গোপালগঞ্জের টুঙ্গীপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে পুষ্প মাল্য অর্পনের মধ্যে দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।
এসময় তিনি বঙ্গবন্ধু ও তার পরিবারের বিদেহী আত্নার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করেন।
এসময় তার সফর সঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাই রাফিন সরকার, জেলা পরিষদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোক্তার আহমেদ মৃধা, মোস্তাকিম মনির, মোঃ আলাউদ্দীনসহ জেলা পরিষদের অন্যান্য সদস্য ও কর্মকর্তাবৃন্দ।ড.এম হারুন-অর রশীদ বলেন হাজার বছরের শ্রেষ্ট বাঙ্গালী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন ও প্রধান মন্ত্রী শেখ হাসিনার সোনার বাংলা গড়তে আমি বদ্ধপরিকর।
দৈনিক দেশতথ্য//এসএইচ//

Discussion about this post